Advertisement
Advertisement
IAF combat unit

নারী দিবসে ইতিহাস, প্রথম মহিলা হিসাবে বায়ুসেনা ইউনিটের নেতৃত্ব দিতে চলেছেন শৈলজা

মিসাইল স্কোয়াড্রন পরিচালনা করবেন শৈলজা ধামি।

Shaliza Dhami, first woman to command combat unit in IAF | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 8, 2023 3:25 pm
  • Updated:March 8, 2023 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম মহিলা হিসাবে গোটা একটি ইউনিটকে নেতৃত্ব দিতে চলেছেন গ্রুপ ক্যাপ্টেন শৈলজা ধামি (Shaliza Dhami)। ভারতীয় বায়ুসেনায় প্রথমবার কোনও মহিলার হাতে গোটা ইউনিট পরিচালনার দায়িত্ব দেওয়া হল। আগেও দু’বার ইউনিট পরিচালনার ভার দেওয়া হয়েছিল শৈলজাকে। এবার পাকাপাকিভাবে যুদ্ধ ইউনিটকে নেতৃত্ব দেবেন তিনি।

নারী দিবসের আগের দিনই বিবৃতি জারি করে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। সেখানে জানানো হয়, ওয়েস্টার্ন সেক্টরের ফ্রন্টলাইন কমব্যাটের একটি ইউনিট পরিচালনা করবেন গ্রুপ ক্যাপটেন শৈলজা ধামি। আগেও নানা পরিস্থিতিতে সাময়িকভাবে ইউনিটের নেতৃত্ব দিয়েছেন তিনি। ওয়েস্টার্ন সেক্টরে হেলিকপ্টার ইউনিটেও কমান্ডার ছিলেন। এবার যুদ্ধবিমানের ইউনিট চালনা করবেন শৈলজা।

Advertisement

[আরও পড়ুন: প্রাক্তন কর্মীর প্রতিবন্ধকতা নিয়ে ঠাট্টা, তুমুল বিতর্কের মুখে ক্ষমা চাইলেন এলন মাস্ক]

২০০৩ সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন শৈলজা। তবে কেরিয়ারের শুরুতে অবশ্য যুদ্ধবিমান চালানোর অনুমতি ছিল না তাঁর। সব মিলিয়ে প্রায় ৩ হাজার ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে শৈলজার। এবার অভিজ্ঞতাসম্পন্ন শৈলজার হাতেই ওয়েস্টার্ন সেক্টরের মিসাইল স্কোয়াড্রন পরিচালনার দায়িত্ব তুলে দিল ভারতীয় বায়ুসেনা। নারী দিবসের প্রাক্কালেই ইতিহাস গড়লেন পাঞ্জাবের তরুণী।

প্রসঙ্গত, ২০১৫ সালে প্রথমবার যুদ্ধবিমানের পাইলট হিসাবে মহিলাদের নিয়োগ করার সিদ্ধান্ত নেয় ভারতীয় বায়ুসেনা (IAF)। তারপরেই বায়ুসেনার প্রথম মহিলা ফ্লাইং ইনস্ট্রাকটর হিসাবে শৈলজাকে নিয়োগ করা হয়। প্রথম মহিলা হিসাবে ভারতীয় সেনায় স্থায়ী নিয়োগও পান তিনি। এবার নারী দিবসের প্রাক্কালেই নয়া পালক জুড়ল শৈলজা ধামির মুকুটে।

[আরও পড়ুন: দোলের দিন বেলেল্লাপনা, গ্রেপ্তার ২১২, আজ হোলিতেও কলকাতায় থাকছে কড়া নিরাপত্তা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement