Advertisement
Advertisement

শাহি ইমামকে ‘ব্ল্যাকমেলার’ বলে আক্রমণ সমাজবাদী পার্টির

শাহি ইমামের বিরুদ্ধে কেন এত ক্ষোভ সপার?

Shahi Imam is a blackmailer: Abu Azmi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 10, 2017 4:56 am
  • Updated:February 10, 2017 6:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজবাদী পার্টিকে বয়কটের ডাক দেওয়ায় জামা মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারিকে ‘ব্ল্যাকমেলার’ বলে আক্রমণ করলেন সপা নেতা আবু আজমি৷ শুক্রবার সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, “নিজের পদ ও সমর্থনের অপব্যবহার করছেন শাহি ইমাম৷”

শাহি ইমামকে ক্ষমতালোভী বলেও এদিন মন্তব্য করেছেন সপা নেতা৷ আবু আজমির দাবি, ওই ইমাম এমন একজন ব্যক্তি যিনি পদ পেতে ক্ষমতাসীন দলের সঙ্গে হাত মেলান৷ তাঁর নিজের একটিও ভোট পাওয়ার ক্ষমতা নেই৷ সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদবের দল এমন কোনও ক্ষমতালোভী ব্যক্তির সমর্থন চায় না বলেও এদিন সাফ জানিয়ে দিয়েছেন আবু আজমি৷ তাঁর বক্তব্য, “মুলায়মজি এমন একজন মানুষ যিনি ওই ইমামকে কী না দিয়েছেন? এমনকী, তাঁর জামাইকে নির্বাচনের টিকিটও দিয়েছেন৷ কিন্তু এখন সমাজবাদী পার্টির এরকম কোনও লোকের প্রয়োজন নেই৷ মানুষের সমর্থন নিয়েই দল আসন্ন নির্বাচনে জয়লাভ করবে৷” কয়েকদিন আগে বুখারি উত্তরপ্রদেশে আসন্ন নির্বাচনে সমাজবাদী পার্টিকে বয়কট করার ডাক দিয়েছিলেন মুসলিমদের৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement