Advertisement
Advertisement
India

‘‌শাহিনবাগ দাদি’ থেকে তামিলনাড়ুর ইসাইবানি,‌ BBC’র প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ভারতের চার

সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে বিবিসি।

'Shaheen Bagh dadi' Bilkis Bano included in BBC's top 100 women for 2020 | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:November 25, 2020 10:11 am
  • Updated:November 25, 2020 10:53 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ এ বছর বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। এই তালিকায় ভারত (India) থেকে রয়েছেন। এঁরা হলেন– ‘‌শাহিনবাগ দাদি’‌ (Shaheen Bagh Dadi) নামে পরিচিত বিলকিস বানো, তামিলনাড়ুর (Tamil Nadu) গায়িকা ইসাইবানি (Isaivani), প্যারা ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন মানসী যোশি (Manasi Joshi) এবং পরিবেশকর্মী ঋদ্ধিমা পাণ্ডে (Ridhima Pandey)। তালিকায় রয়েছে দু’জন বাংলাদেশি মহিলাও। করোনাভাইরাস মহামারীর এই সময়ে নিজ নিজ ক্ষেত্রে ভিন্নধর্মী অবদানের জন্য তাঁদের এই তালিকায় রাখা হয়েছে। তাঁরা হলেন রিনা আক্তার ও রিমা সুলতানা।

জানা গিয়েছে, নাগরিকত্ব আইনের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ায় ৮২ বছরের বিলকিস বানোর নাম ওই তালিকায় রয়েছে। এছাড়া তামিলনাড়ুর সংগীত জগতে পুরুষদের আধিপত্য কমানোর জন্য নাম রয়েছে সংগীত শিল্পী ইসাইবানির। এছাড়া নিজ নিজ ক্ষেত্রে দুরন্ত পারফরম্যান্সের জন্য তালিকায় স্থান পেয়েছেন অ্যাথলিট মানসী যোশি এবং পরিবেশ আন্দোলনকারী ঋদ্ধিমা পাণ্ডে।

Advertisement

[আরও পড়ুন:‌ ‌যোগী আদিত্যনাথের তৎপরতার জের! উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় পাশ ‘লাভ জেহাদ’ সংক্রান্ত অর্ডিন্যান্স]

এদিকে, তালিকায় ৬ নম্বরে রয়েছেন রিনা আক্তার। ৮ বছর বয়সে রিনাকে তাঁর এক স্বজন যৌনপল্লিতে বিক্রি করে দেন। সেখানেই তিনি বেড়ে ওঠেন। যৌনকর্মী রিনা অন্য যৌনকর্মীদের জীবন উন্নয়নে সহায়তা করেছেন। করোনাকালে রিনা ও তাঁর সহযোগীরা কাজ হারানো যৌনকর্মীদের খাবারের বন্দোবস্ত করেন। অন্যদিকে, রিমা সুলতানা কক্সবাজারে ইয়ং উইমেন লিডারস ফর পিসের সদস্য। এটা যুক্তরাষ্ট্রভিত্তিক নারী অধিকার সংগঠন গ্লোবাল নেটওয়ার্ক অব উইমেন পিসবিল্ডার্সের কর্মসূচির অংশ। সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর নারীদের উন্নয়নে কাজ করছে এই সংস্থা। রোহিঙ্গা শরণার্থীদের মানবিক উন্নয়নে কাজ করছেন রিমা। তিনি রোহিঙ্গা শরণার্থী বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের শিক্ষা নিয়ে কাজ করছেন।
এছাড়া তালিকায় রয়েছেন ইথিওপিয়ার ফুটবলার লোজা আবেরা জেইনোরে, মরক্কোর র‌্যাপার হুদা আবুজ, পাকিস্তান ও আফগানিস্তানের দু’‌জন এবং নেপালের একজন মহিলার নাম।

[আরও পড়ুন:‌ ‌জীবনযুদ্ধে হার, প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement