Advertisement
Advertisement

Breaking News

China Pneumonia

এবার ভারতেও ‘চিনা নিউমোনিয়া’র জীবাণুর হদিশ! দিল্লি এইমসের রিপোর্টে উদ্বেগ

চিনা নিউমোনিয়া নিয়ে ৬ রাজ্যকে ইতিমধ্যেই সতর্ক করেছে কেন্দ্র।

Seven samples at AIIMS Delhi +ve for M pneumoniae | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 7, 2023 1:20 pm
  • Updated:December 7, 2023 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতেও ছড়িয়ে পড়তে পারে চিনের অজানা নিউমোনিয়া। আশঙ্কা আগেই প্রকাশ করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এবার সম্ভবত সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। অন্তত বিখ্যাত বিজ্ঞান পত্রিকা ল্যানসেটের (Lancet) রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই দিল্লি এইমসে চিনা নিউমোনিয়ায় আক্রান্ত ৭ জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী এইমসে (AIIMS) মোট ৭ জন এম-নিউমনি ব্যাকটিরিয়া আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। এই ব্যাকটিরিয়াটিই চিনে নিউমোনিয়ার প্রকোপের জন্য দায়ী। ল্যানসেটের রিপোর্ট অনুযায়ী, গত এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই ৭ জন এম নিউমনি আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। এদের মধ্যে একজনের ব্যাকটিরিয়া ধরা পড়েছে পিসিআর টেস্টে। বাকি ৬ জনের ব্যাকটিরিয়া ধরা পড়েছে এলিজা টেস্টে।

Advertisement

[আরও পড়ুন: ‘ঠুমকা’ বিতর্কে গিরিরাজকে বহিষ্কারের দাবি, মুখ্যমন্ত্রীকে অপমানের প্রতিবাদে সংসদে বিক্ষোভ তৃণমূলের]

উল্লেখ্য, চিনে করোনার (Coronavirus) মতোই মহামারীর আকার নিতে চলেছে অজানা নিউমোনিয়া। শীতের শুরুতেই বাড়ছে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত নানা রোগ। চিনে এই রোগের প্রকোপ দেখা দিতেই তাই বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিভিন্ন হাসপাতালের পরিকাঠামো ঠিক করার কথা জন্য নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের ওই নির্দেশ পাওয়ার পরেই একাধিক রাজ্য সতর্কতা জারি করেছে।

[আরও পড়ুন: ‘মোদিজি বলে মানুষের থেকে দূরে সরিয়ে দেবেন না, আমি শুধুই মোদি’, বলছেন প্রধানমন্ত্রী]

সংবাদ সংস্থার খবর, শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা এবং দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ যাঁরা খাচ্ছেন, তাদের জন্য এই রোগ খুবই ঝুঁকিপূর্ণ। হাসপাতালে ভর্তি হতেও পারেন তাঁরা। এই রোগ ভারতে ছড়াতে পারে আশঙ্কায় আগেই কেন্দ্র ছটি রাজ্যকে সতর্ক করেছে। এই রাজ্যগুলি হল রাজস্থান, কর্নাটক, গুজরাট, উত্তরাখণ্ড, হরিয়ানা ও তামিলনাড়ু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement