Advertisement
Advertisement

Breaking News

ফের বুরারির ছায়া রাঁচিতে, আত্মহত্যা একই পরিবারের ৭ সদস্যের

নেপথ্যে কি সেই মোক্ষলাভের আশা? ধন্ধে পুলিশ৷

Seven of a family commit suicide in Jharkhand's Ranchi

ছবি: প্রতীকী

Published by: Saroj Darbar
  • Posted:July 30, 2018 12:50 pm
  • Updated:July 30, 2018 12:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির বুরারির ছায়া আরও একবার পড়ল রাঁচিতে৷ ফের সেখানে একই পরিবারের সাত সদস্য একযোগে আত্মহত্যা করলেন৷ ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঠিক কী কারণে তাঁরা আত্মহত্যা করলেন তা স্পষ্ট নয়৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

নাম নেই নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়ায়, অসমে রাতারাতি উদ্বাস্তু ৪০ লক্ষ মানুষ ]

Advertisement

কিছুদিন আগেই দিল্লির বুরারিতে একই পরিবারের ১১ জন সদস্য আত্মহত্যা করেছিলেন৷ কেন এমন কাণ্ড বাধিয়েছিল ওই পরিবার, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে৷ তবে তদন্তে অনুমান করা হয়েছে নেপথ্যে আছে কালাজাদুর প্রতি বিশ্বাস৷ ডায়রি ও প্রাপ্ত বিভিন্ন নথির সূত্রে পুলিশের ধারণা, মোক্ষলাভের আশা বা এরকম কোনও ভ্রান্ত বিশ্বাসের বশবর্তী হয়েই এই কাণ্ড ঘটিয়েছিলেন বাড়ির সদস্যরা৷ তবে পুরো বিষয়টিই থেকে গিয়েছে রহস্যাবৃত৷ বুরারি কাণ্ডের অনুরূপ ঘটনা ঘটেছিল রাঁচিতেও৷ হাজারিবাগে একই পরিবারের ছয় জন আত্মহত্যা করেছিলেন দিনকয়েক আগে৷ ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি৷ এবারও ঘটনাস্থল রাঁচি৷ জানা যাচ্ছে, কানকে থানায় এক বাড়িতে পরিবারের ৭ সদস্য একযোগে আত্মহত্যা করেছেন৷ গলায় ফাঁস লাগিয়েই মৃত্যুর পথ বেছে নিয়েছেন তাঁরা৷ এক মাসের মধ্যেই একই রকম ঘটনা ঘটায় যথেষ্ট ধন্দে পুলিশ৷ বুরারি ও হাজারিবাগের ঘটনায় মোটামুটি ধর্মীয় অন্ধবিশ্বাসের প্রসঙ্গই উঠে এসেছিল৷ মনে করা হচ্ছিল, কোনও বিশ্বাস ও প্রথা অনুশীলনের কারণেই এরকম ঘটনা ঘটিয়েছেন ওই দুই পরিবারের সদস্যরা৷ কিন্তু অনুরূপ ঘটনা ফের ঘটায় নতুন করে ধোঁয়াশা দেখা দিয়েছে৷ প্রতিটি পরিবারই মোক্ষলাভের আশায় এ কাণ্ড ঘটাচ্ছে, নাকি এই ধরনের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার পিছনে সুনির্দিষ্ট কোনও চক্র আছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷   

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাসায়নিক হামলার ষড়যন্ত্র, ফোনে সতর্কবার্তা যুবকের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement