Advertisement
Advertisement
Bandhavgarh

বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে ৭ হাতির মৃত্যু, বিষক্রিয়া বলে অনুমান বনদপ্তরের

অনুমান করা হচ্ছে, এই দলটিতে মোট ১৩টি হাতি ছিল।

seven elephants found dead in Madhya Pradesh's Bandhavgarh Tiger Reserve

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:October 30, 2024 10:46 am
  • Updated:October 30, 2024 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের বান্ধবগড় জঙ্গলে মৃত্যু হল ৭টি হাতির। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে। মঙ্গলবার বিকেলে ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে ৪টি মৃত হাতিগুলিকে দেখতে পান বনকর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় আরও ৫টি হাতিকে উদ্ধার করা হয়। চিকিৎসা চলাকালীন তার মধ্যে আরও ৩টি হাতির মৃত্যু হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বনকর্মীরা।

বনদপ্তরের তরফে জানা যাচ্ছে, মঙ্গলবার জঙ্গলে রুটিন টহলদারি চলার সময় দুটি হাতিকে মৃত অবস্থায় দেখা যায়। সন্দেহ হওয়ায় জঙ্গলের আশেপাশে তল্লাশি চালানো হয়। সেখানে আর দুটি হাতির দেহ উদ্ধার হয়। মৃত ৪টি হাতির মধ্যে ৩টি স্ত্রী ও একটি পুরুষ হাতি। পাশাপাশি অসুস্থ অবস্থায় আর ৫টি হাতিকে উদ্ধার করেন বনকর্মীরা। অসুস্থ হাতিগুলির চিকিৎসা চালানো হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক। পরে জানা যায়, আরও ৩ হাতির মৃত্যু হয়েছে। অনুমান করা হচ্ছে, এই দলটিতে মোট ১৩টি হাতি ছিল। তার মধ্যে মৃত ও অসুস্থ এই ৯টি হাতির খোঁজ মিললেও বাকিগুলির এখন কোনও খোঁজ মেলেনি।

Advertisement

এই ঘটনা প্রসঙ্গে বনদপ্তরের আধিকারিক বিজয় এন আম্বাদে বলেন, “প্রাথমিকভাবে আমাদের অনুমান খাদ্যে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়ে থাকতে এই ৭টি হাতির। তবে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। জঙ্গলে আর কোনও হাতির মৃত্যু হয়েছে কিনা জানতে তল্লাশি শুরু হয়েছে।” পাশাপাশি বনদপ্তরের তরফে অনুমান করা হচ্ছে, হয়ত জঙ্গলের বাইরে বেরিয়ে কিছু খেয়েছিল হাতিগুলি। হতে পারে অতিরিক্ত কীটনাশক দেওয়া কোনও ফসল খাওয়ার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement