Advertisement
Advertisement
Mamata Banerjee

Mamata Banerjee: দলের টানাপোড়েনের মাঝেই চর্চায় মমতা, টুইটারে ট্রেন্ডিংয়ে #SeshKathaDidiBolbe

ট্রেন্ডিং হয়ে গিয়েছে #IndiaWantsMamataDi-ও।

#SeshKathaDidiBolbe trending on Twitter | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 11, 2022 10:01 pm
  • Updated:February 11, 2022 10:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক ইস্যুতে দলের মধ্যে গত কয়েকদিন ধরে চলছে টানাপোড়েন। তৃণমূলের তরফে বারবার বলা হচ্ছে, তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা। আবার শাসকদলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থা আই-প্যাকের ভূমিকা নিয়ে বর্ষীয়ান নেতৃত্বের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে বলে খবর। উলটোদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসেবেও নিজেদের পরিচয় দিচ্ছেন একদল নেতা। তবে এই টানাপোড়েনের মধ্যেই টুইটারের ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিন্তু বলে দিচ্ছে তৃণমূলে দিদিই শেষ কথা।

[আরও পড়ুন: রাজ্যপাল জগদীপ ধনকড়কে অপসারণের দাবি, রাজ্যসভায় প্রস্তাব পেশ তৃণমূলের]

দলের মধ্যে দিন কয়েক ধরে একাধিক বিষয় নিয়ে টানাপোড়েন চলছে। শুক্রবার যার পারদ চড়ে। সোশ্যাল মিডিয়ায় নানা বক্তব্য, আলোচনা চলতে থাকে দিনভর। আর সেই টুইট পালটা টুইটেই দেখা যায় ট্রেন্ডিং হয়ে গিয়েছে হ্যাশট্যাগ শেষ কথা দিদি বলবে। এমনকী আবারও ‘ভারত মমতাদিকে চায়’ হ্যাশট্যাগও ট্রেন্ডিংয়ে উঠে আসে। টুইটারের India Wants Mamata Di পেজে লেখা হয়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি এবং লড়াইকেই আমরা বিশ্বাস করি। তাই যতদিন প্রাণ থাকবে দিদির কথাই তৃণমূলের শেষ কথা হবে।’  

দলের টালমাটাল পরিস্থিতিতে সবদিক যথাযথভাবে বজায় রাখতে শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে জরুরি বৈঠকে ডাকলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, শনিবার বিকেল ৫টায় কালীঘাটের বাড়িতে বৈঠক করবেন তিনি। ডাক পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁদের সকলকে নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন দলনেত্রী। প্রয়োজনে সংগঠনে কিছু রদবদল আনা হতে পারে। বড় কোনও সিদ্ধান্তও নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই নানা গুঞ্জন চলছে বঙ্গ রাজনৈতিক মহলে।

[আরও পড়ুন: রাশিয়া, চিন থেকে নেতাজির গুরুত্বপূর্ণ ফাইল কেন আনা হল না? সংসদে সরব জহর সরকার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement