সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে ‘মর্নিং শোজ দ্য ডে’। কিন্তু তা সত্যি হল না শেয়ার বাজারের জন্য। মঙ্গলবার সকালে মনে হচ্ছিল ঘুরে দাঁড়াচ্ছে বাজার। কিন্তু যত সময় গেল পরিস্থিতি একেবারে বদলে গেল। ফলে ফের নিচের দিকেই রইল সেনসেক্স। বিরাট পতন লক্ষ করা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিতেও।
দিনের শেষে বাজার বন্ধ হওয়ার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ৮০ হাজারের নিচেই রইল। এদিন বাজার বন্ধ হয়েছে ৭৮,৬৭৫ পয়েন্টে। অর্থাৎ তা পড়ে গিয়েছে ৮২১ পয়েন্ট। অন্যদিকে ২৫৮ পয়েন্ট পড়ে নিফটি শেষ করল ২৩ হাজার ৮৮৩-তে।
এই পরিস্থিতিতে এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সংস্থাগুলির বাজারগত মূলধনের পরিমাণ একধাক্কায় হ্রাস পেয়েছে ৫.৭৬ লক্ষ কোটি টাকা। তা দাঁড়িয়েছে ৪৩৬.৭৮ লক্ষ কোটি টাকায়। একলাফে বাজার থেকে এত বিপুল পরিমাণে টাকা উধাও হওয়ার ফলে বহু লগ্নিকারীই চূড়ান্ত হতাশ।
সব মিলিয়ে চলতি সপ্তাহের গোড়া থেকেই পতনের মুখে শেয়ার বাজার। সপ্তাহের দ্বিতীয় দিনও সেই ধারা বজায় রইল। প্রসঙ্গত, এনটিপিসি, এইচডিএফসি ব্যাঙ্ক, এশিয়ান পেন্টস, এসবিআই, টাটা মোটরস এবং মারুতি সুজুকির মতো সংস্থার ২-৩ শতাংশ লোকসানের জেরই সেনসেক্সের এই পতনের জন্য দায়ী। এর মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক একাই সূচকে ৩১৬ পয়েন্ট প্রভাব বিস্তারের জন্য দায়ী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.