একলাফে সেনসেক্স বেড়েছে প্রায় এক হাজার ৬০০ পয়েন্ট।
ফাইল ছবি
Advertisement
Published by: Suchinta Pal Chowdhury
Posted:June 7, 2024 5:09 pm
Updated:June 7, 2024 5:57 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদি। বিজেপি ম্যাজিক ফিগার না ছুঁলেও এনডিএ জোট মজবুত। এই প্রেক্ষাপটে রীতিমতো জোয়ার এসেছে শেয়ার বাজারে। একলাফে সেনসেক্স বেড়েছে প্রায় এক হাজার ৬০০ পয়েন্ট।
শুক্রবার বাজার খুলতেই আশার আলো দেখতে পান লগ্নিকারীরা। শুরু থেকেই সূচক ছিল ঊর্ধ্বমুখী। সেনসেক্স ও নিফটি খোশমেজাজ যে অনেকটাই রাজনৈতিক সমীকরণের উপর দাঁড়িয়ে তা একবাক্যে মেনে নিয়েছেন বাজার বিশ্লেষকরা। এদিন তৃতীয়বার এনডিএ সরকার আসা নিশ্চিত হলে কার্যত জোয়ার আসে শেয়ার বাজারে। ১ হাজার ৬১৮ পয়েন্ট বেড়ে সেনসেক্স দাঁড়ায় ৭৬ হাজার ৬৯৩ পয়েন্টে। নিফটির উত্থান ছিল ৪৬৮ পয়েন্ট। বেলাশেষে ২৩ হাজার ২৯০ পয়েন্টে থামে সূচক।
৪ জুন, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শুরু হতেই বড়সড় ধস নামে শেয়ার বাজারে। তখনই মাথায় হাত পড়ে লগ্নিকারীদের। কিন্তু বুধবার সকালের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটে। কারণ ততক্ষণে পরিষ্কার হয়ে গিয়েছিল সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ফের সরকার গঠন করছে বিজেপি। জোট শরিকদের সঙ্গে নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। এর পরই বাড়তে শুরু করে সূচক। ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার।