সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দুদিন নজির শেয়ার বাজারের। সোমবারের পর মঙ্গলবারও বাজার খোলার সঙ্গে সঙ্গে নতুন রেকর্ড গড়ল সেনসেক্স (Sensex)। প্রথমবার সেনসেক্সের গণ্ডি ৬৯ হাজার পেরিয়ে গেল। সোমবারের তুলনায় ১৩৭ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। তবে মার্কিন ডলারের তুলনায় খানিকটা কমেছে ভারতীয় টাকার দাম। বিশেষজ্ঞদের অনুমান, তিন রাজ্যের বিধানসভায় বিজেপির সাফল্যের পর সোমবার যেভাবে তরতরিয়ে বেড়েছিল শেয়ার, মঙ্গলবার সেই ধারাই বজায় রয়েছে।
সোমবার ৯০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্সের পরিমাণ। ইতিহাসে প্রথমবার ৬৮ হাজারের গণ্ডি পেরিয়েছে সেনসেক্স। এক শতাংশ বেড়ে ২০ হাজার টপকে গিয়েছে নিফটিও (Nifty)। শেয়ার বাজারের দাপুটে ব্যাটিংয়ে লাভবান হয়েছে রিলায়্যান্স, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কের মতো একাধিক ভারতীয় সংস্থা। একদিনের মধ্যেই ১ থেকে ৩ শতাংশ বেড়েছে তাদের শেয়ার (Share Market)। লাভবান হয়েছেন লগ্নিকারীরাও।
একই ধারা বজায় রয়েছে মঙ্গলবারেও। প্রথমবারের জন্য ৬৯ হাজার পেরিয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স। ২১ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে নিফটিও। বাজার খুলতেই এক লাফে অনেকখানি বেড়েছে ভোডাফোন, ইয়েস ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতো সংস্থাগুলোর শেয়ার। এই সংস্থার সঙ্গে যুক্ত বিনিয়োগকারীদেরও লক্ষ্মীলাভ হয়েছে। তবে ভারতের শেয়ারের দাপট থাকলেও উল্লেখ্যযোগ্য ভাবে কমেছে এশিয়ার অন্যান্য দেশগুলোর লগ্নি।
বিশেষজ্ঞদের মতে, বিজেপির (BJP) জয়ের ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারে। কারণ গেরুয়া শিবিরের ক্ষমতা দখলের পর বাজারে স্থিতাবস্থা তৈরি হয়েছে। ফলে নানা ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণও বাড়ছে। সেই জন্যই সোমবার ৪১৮ পয়েন্ট উন্নতি হয়েছিল সেনসেক্সে। কিন্তু শেয়ার বাজারের এই দাপুটে ব্যাটিং খুব বেশিদিন চলবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভারতের বাজার উর্ধ্বমুখীই থাকবে। পাঁচ রাজ্যে বিধানসভার ফলের আঁচ পড়বে ২০২৪ লোকসভা নির্বাচনেও, এমনটাই মনে করছেন শেয়ার বাজারের ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.