Advertisement
Advertisement

Breaking News

BJP Share

গেরুয়া ঝড়ে চাঙ্গা শেয়ার বাজার, সর্বকালীন রেকর্ড গড়ে উত্থান সেনসেক্সের

কতটা লাভবান হলেন লগ্নিকারীরা?

Sensex hits record high after BJP wins three state assembly election | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 4, 2023 12:09 pm
  • Updated:December 4, 2023 12:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেরুয়া ঝড়ে চাঙ্গা শেয়ার বাজার। সোমবার সকালে সর্বকালীন রেকর্ড উত্থান ঘটল সেনসেক্সে (Sensex)। এক লাফে ১ শতাংশ বাড়ল নিফটিও (Nifty)। ভারতীয়দের স্টকের মূল্য প্রায় ২ শতাংশ পর্যন্ত বেড়েছে বলেই খবর। স্মল ও মিডক্যাপে লগ্নিকারীদের লাভের পরিমাণও ১ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। রবিবারই চার রাজ্যে বিধানসভার ফল ঘোষিত হয়েছে। তিন রাজ্যে সরকার গড়েছে বিজেপি। ফলপ্রকাশের পরের দিন বাজার খুলতেই লাফিয়ে বেড়েছে শেয়ার।

সোমবার ৯০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্সের পরিমাণ। ইতিহাসে প্রথমবার ৬৮ হাজারের গণ্ডি পেরিয়েছে সেনসেক্স। এক শতাংশ বেড়ে ২০ হাজার টপকে গিয়েছে নিফটিও। শেয়ার বাজারের দাপুটে ব্যাটিংয়ে লাভবান হয়েছে রিলায়্যান্স, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কের মতো একাধিক ভারতীয় সংস্থা। একদিনের মধ্যেই ১ থেকে ৩ শতাংশ বেড়েছে তাদের শেয়ার (Share Market)। লাভবান হয়েছেন লগ্নিকারীরাও।

Advertisement

[আরও পড়ুন: প্রশিক্ষণের সময়ে ভয়ংকর দুর্ঘটনা, বায়ুসেনার বিমান ভেঙে মৃত ২ পাইলট]

বিশেষজ্ঞদের মতে, বিজেপির (BJP) জয়ের ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারে। কারণ গেরুয়া শিবিরের ক্ষমতা দখলের পর বাজারে স্থিতাবস্থা তৈরি হয়েছে। ফলে নানা ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণও বাড়ছে। পাঁচ রাজ্যে বিধানসভার ফলের আঁচ পড়বে ২০২৪ লোকসভা নির্বাচনেও, এমনটাই মনে করছেন শেয়ার বাজারের ওয়াকিবহাল মহল। কারণ বিজেপির গড় বলে পরিচিত উত্তরপ্রদেশ ও গুজরাটের পাশাপাশি এই তিন রাজ্যের লোকসভা আসন মিলিয়ে ২০০র কাছাকাছি পৌঁছে যেতে পারে গেরুয়া শিবির।

উল্লেখ্য, ২০২৪এর আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সেমিফাইনাল হিসাবে দেখেছিল রাজনৈতিক মহল। সেখানে দুর্দান্ত সাফল্য বিজেপির। রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেসকে গদিচ্যুত করেছে গেরুয়া শিবির। মধ্যপ্রদেশে গড় ধরে রেখেছে তারা। কংগ্রেসের একমাত্র সান্ত্বনা পুরস্কার তেলেঙ্গানার জয়।

[আরও পড়ুন: ‘পরাজয় থেকে শিক্ষা নিন, রাগ দেখাবেন না’, ৩ রাজ্য দখলের পর বিরোধীদের কটাক্ষ মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement