সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর ভারতের আকাশে চোখ রাঙাচ্ছে যুদ্ধের মেঘ! পাকিস্তানের সঙ্গে একাধিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে নয়াদিল্লি। সামরিক মহড়া শুরু করেছে সেনা-বায়ুসেনা। এহেন স্পর্শকাতর পরিস্থিতির জোরালো প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। হাজার পয়েন্টেরও বেশি পড়েছে সেনসেক্স।
শুক্রবার বাজার খোলার পর কিছুটা উর্ধ্বমুখী ছিল সেনসেক্স। প্রায় ৩০০ পয়েন্ট বেড়েছিল সূচক। কিন্তু বেলা বাড়তেই শেয়ার বাজারে ধস। প্রায় ১২০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। নিফটিও পড়ে যায় প্রায় ৪০০ পয়েন্ট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্মলক্যাপ এবং মিডক্যাপগুলি। প্রায় তিন শতাংশ কমে গিয়েছে তাদের শেয়ারের মূল্য। সবমিলিয়ে ভারতের বাজারে অন্তত ১০ লক্ষ কোটি টাকা খুইয়েছেন বিনিয়োগকারীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক কার্যকরের সিদ্ধান্ত স্থগিত রাখায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল ভারতের বাজার। কিন্তু সেই আশা ধাক্কা খেল পহেলগাঁও হামলার পর।
কেন শুক্রবার ধস নামল শেয়ার বাজারে? বিশ্লেষকদের অধিকাংশই দায়ী করছেন পহেলগাঁও হামলাকেই। ২৬ জনের রক্তে ভেসেছে ভূস্বর্গ। পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার প্রতিবাদে ফুঁসছে ভারত। ইতিমধ্যেই পাকিস্তানের উপর ‘কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক’ করেছে নয়াদিল্লি। সক্রিয়তা বাড়িয়ে ‘আক্রমণ’ মহড়া শুরু করেছে বায়ুসেনা। রাফালের নেতৃত্বে একজোট হয়েছে যুদ্ধবিমান। । অন্যদিকে, সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে পাকিস্তানও। সূত্রের খবর, রাওয়ালপিন্ডির সেনাঘাঁটিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
সবমিলিয়ে দুই দেশে যুদ্ধ বাঁধার পরিস্থিতি। আইসিআইসিআই সিকিয়োরিটির প্রধান পঙ্কজ পাণ্ডে বলেন, ‘বর্তমানে পাকিস্তানের সঙ্গে যা সম্পর্ক, তাতে দুশ্চিন্তা থেকেই যায়। আগামী দিনে কোন পথে যাবে এই সম্পর্ক, সেই নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়ছে বাজারে।” বিশ্লেষকদের মতে, পহেলগাঁও হামলার জবাব কীভাবে দেবে ভারত, তার উপর অনেকটা নির্ভর করছে ভারতীয় বাজারের ভাগ্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.