Advertisement
Advertisement

Breaking News

ভারতীয় অর্থনীতিতে জোড়া ধাক্কা, রেকর্ড পতন শেয়ার বাজারে

কেন এই পতন?

Sensex crashes 550 points on rupee woes, rising crude concerns
Published by: Kumaresh Halder
  • Posted:October 4, 2018 2:29 pm
  • Updated:October 4, 2018 2:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজার খুলতেই শেয়ার বাজারে বড় ধ্বস৷ বৃহস্পতিবার সকালে শেয়ার বাজার খোলার পরেই ৬১৪.৪৭ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স৷ বম্বে স্টক এক্সচেঞ্জ ও নিফটিতে পতন অব্যাহত৷ বিএসই পড়েছে ৫৫০ পয়েন্ট৷ এই পতন বিএসই-র ইতিহাসে নজির গড়েছে বলে জানা গিয়েছে৷ অন্যদিকে, মার্কিন ডলারের তুলনায় টাকার দর নেমেছে৷ ডলার পিছু টাকার দাম দাঁড়িয়েছে ৭৩.৭০ টাকা৷ একদিকে শেয়ারে পতন অন্যদিকে ডলারের তুলনায় টাকার দাম চড়তে থাকায় বড় দুর্যোগের মুখে ভারতীয় অর্থনীতি৷

[পোলিও টিকায় ভাইরাস, তিন রাজ্যে দেড় লক্ষ শিশুর শরীরে সংক্রমণের আশঙ্কা]

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, আজ সকালে বাজার খুলতেই হুড়মুড়িয়ে পতন নামে শেয়ার বাজারে৷ ৬১৪.৪৭ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়ায় ৩৫, ৯৭৫.৬৩তে৷ একই ভাবে বিএসই ৫৫০ পয়েন্ট পড়ে দাঁড়ায় ১০, ৮৪৩.৭৫৷ বাজার শুরুতেই এই পতনের জেরে অন্যান্য ক্ষেত্রেও তার প্রভাব পড়তে শুরু করে৷

[মুসলিম বলে মেলেনি সুবিচার, মৃত ছেলের জন্য ধর্মান্তরিত হলেন বাবা]

কিন্তু, কেন এই পতন? শেয়ার বাজারে পতনের পেছনে প্রধানত দু’টি কারণকেই দায়ী করেছেন অর্থনীতিবিদের একাংশ৷ তাঁদের মতে, লাগাতার পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি ও ডলারের তুলনায় টাকার পতনের জেরেই এই ঘটনা৷ এই মুহূর্তে বেশ খানিকটা চাঙ্গা মার্কিন অর্থনীতি৷ গত দু’চার মাসে মুনাফাও পাচ্ছেন লগ্নিকারীরা৷ ফলে, ভারতের অস্থির অর্থনৈতিক পরিস্থিতির ঝুঁকি নিতে চাইছেন না অনেকেই৷ বরং শেয়ার না কিনে ডলারের উপর বিনিয়োগ বাড়ছে৷ ফলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে ভারতীয় শেয়ার বাজার৷ লাগাতার জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও অর্থনীতি কোনও দিশা দেখতে না পাওয়ায় ভারতের বাজারে বিনিয়োগ করতে উৎসাহ হারাচ্ছেন বিদেশিরা৷ ফলে, লগ্নির অভাব ও টাকার নিম্নমুখী দৌড়ের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেই জানা গিয়েছে৷ অন্যদিকে, একাধিক ভারতীয় কোম্পানি ও শিল্পপতিকে কালো তালিকায় ফেলল বিশ্বব্যাংক৷ বিভিন্ন দেশে তাদের নানা প্রকল্পে বাধা দিয়েছে তারা৷ বিশ্বব্যাংকের সর্বশেষ বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, ভারতের অলিভ হেলথকেয়ারকে জালিয়াতি এবং দুর্নীতির জন্য বাদ দেওয়া হয়েছে৷ এই খবরেও আতঙ্ক ছড়িয়ে শেয়ার বাজারে৷ তবে, এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আজই উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৈঠকে বাজার অর্থনীতি নিয়ে কী বার্তা দেন নমো, এখন সেদিকেই তাকিয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement