Advertisement
Advertisement

Breaking News

‘কনজিউরিং ২’ দেখে প্রেক্ষাগৃহেই মৃত্যু বৃদ্ধের

অ্যাম্বুল্যান্স এসে পৌঁছনোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

Senior citizen dies in cinema hall while watching horror movie Conjuring-2
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 17, 2016 5:05 pm
  • Updated:June 17, 2016 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যারা ভূতের সিনেমা দেখতে ভালবাসেন, ‘কনজিউরিং ২’ তাদের কাছে হাতে স্বর্গ পাওয়ার সামিল৷ জেমস ওয়ান পরিচালিত এই মার্কিন সুপার ন্যাচারাল হরর ফিল্ম গোটা দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে৷ যাঁদের হৃদয় দুর্বল, তাঁদের এই সিনেমা না দেখতে যাওয়ার পরামর্শ জারি ছিল৷ আর সেই পরামর্শ এড়ালে কী মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে বৃহস্পতিবার তার সাক্ষী থাকল তামিলনাড়ুর তিরুবান্নামালাই৷

সেখানকার স্থানীয় এক সিনেমা হলে ‘কনজিউরিং ২’ দেখতে গিয়ে ৬০ বছরের এক বৃদ্ধ মৃত্যুর কোলে ঢলে পড়লেন৷ পুলিশ এখনও তাঁর পরিচয় জানতে পারেনি৷ জানা গিয়েছে তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা৷ তিরুবান্নামালাইয়ের একটি আশ্রমে থাকতেন৷ বালসুব্রাহ্মণ্য সিনেমা হলে সিনেমা চলাকালীন হঠাৎই তাঁর বুকে ব্যথা হতে শুরু করে৷ সঙ্গে সঙ্গে ১০৮ নম্বরে ফোন করে অ্যাম্বুল্যান্স ডাকা হয়৷ কিন্তু অ্যাম্বুল্যান্স এসে পৌঁছনোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement