সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারানা প্রতাপকে (Maharana Pratap) নিয়ে বিতর্কিত মন্তব্য করে রাজপুত সমাজের রোষে পড়তে হল বিজেপি (BJP) নেতা গুলাবচাঁদ কাতারিয়াকে। শেষ পর্যন্ত ক্ষমাও চাইতে হল বর্ষীয়ান নেতাকে। রাজস্থানের (Rajasthan) রাজসমন্দ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন সামনেই। সেই নিয়ে সরগরম পরিস্থিতিতে এক জনসভায় ওই মন্তব্য করেন তিনি।
ঠিক কী বলেছিলেন তিনি? এক জনসভায় তাঁকে বলতে শোনা যায়, ”মহারানা প্রতাপ সিংকে কি কুকুরে কামড়েছিল যে উনি নিজের বাড়ি, রাজধানী সব ছেড়ে পাহাড়ে ঘুরে ঘুরে কেঁদে বেড়াতেন? কেন করেছিলেন তিনি এমন? আপনারা বুঝতে পারেন সেটা?” পরে বেকায়দা বুঝে ক্ষমা চান গুলাবচাঁদ জানিয়ে দেন যা বলেছেন মুখ ফসকে বলে ফেলেছেন। আসলে তিনি মহারানা প্রতাপের দেশাত্মবোধ ও সাহসিকতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। কোনও ভাবেই অসম্মান করতে চাননি ওই বীর সেনানির। তাঁর প্রশংসা করতে গিয়ে নিজের আবেগের কারণে ভাষার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেননি।
প্রসঙ্গত, মহারানা প্রতাপ সিং মেওয়ারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা। মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে তাঁর অসমসাহসী লড়াই ইতিহাসে প্রসিদ্ধ হয়ে রয়েছে। রাজস্থানে আজও কিংবদন্তি হয়ে রয়েছে হলদিঘাটে মহারানার সংগ্রাম। এহেন এক নায়ককে নিয়ে করা এমন মন্তব্যের জন্য গুলাবচাঁদ ক্ষমা চাইলেও তাঁদের কিংবদন্তি নায়ককে নিয়ে এই ধরনের মন্তব্য শুনে অত্যন্ত রুষ্ট রাজপুত নাগরিকরা।
আগামী ১৭ এপ্রিল রাজসমন্দে উপ নির্বাচন। সেখানকার ২০ শতাংশ নাগরিক রাজপুত। গুলাবচাঁদের মন্তব্যের জের নির্বাচনে পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও ওই কেন্দ্র বিজেপিরই শাসনাধীন। সেখানকার বিধায়ক কিরণ মাহেশ্বরীর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পরে নির্বাচনে দাঁড়িয়েছেন তাঁর কন্যা দীপ্তি মাহেশ্বরী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.