ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জের এখনও কাটেনি। কংগ্রেসের পাশাপাশি এই নিয়ে শিব সেনার ওপর চাপ বাড়াচ্ছে NCP। এর মাঝেই ফের বিতর্কিত মন্তব্য করলেন শিব সেনার রাজ্যসভা সাংসদ ও মুখপাত্র সঞ্জয় রাউত। বীর সাভারকরকে ভারতরত্ন দেওয়ার যারা বিরোধিতা করছে। তাদের আন্দামান জেলে পাঠানোর দাবি জানালেন তিনি। বিষয়টিকে কেন্দ্র করে ফের টানাপোড়েন শুরু হয়েছে মহারাষ্ট্র ডেভেলপমেন্ট ফ্রন্টের অন্দরে!
Sanjay Raut,Shiv Sena: Those who oppose Veer Savarkar, they maybe from any ideology or party, let them stay for just two days at the cell in Andaman cellular jail where Savarkar was lodged.Only then will they realize his sacrifice and his contribution to the nation pic.twitter.com/8J749b5dF4
— ANI (@ANI) January 18, 2020
শনিবার বিনায়ক দামোদর সাভারকরের বিষয়ে মন্তব্য করে গিয়ে সঞ্জয় রাউত দেশের স্বাধীনতার প্রতি তাঁর অবদানকে স্মরণ করার পরামর্শ দেন। বলেন, ‘আমরা সবসময় বীর সাভারকরের জন্য শ্রদ্ধা ও সম্মান দাবি করি। যারা বীর সাভারকরকে ভারতরত্ন দেওয়ার বিরোধিতা করছে। তাদের দুদিনের জন্য সাভারকর যেখানে ছিলেন আন্দামানের সেই সেলুলার জেলে রাখার ব্যবস্থা করা হোক। তাহলেই তাঁর আত্মত্যাগ ও দেশের প্রতি অবদানের কথা ওরা বুঝতে পারবে।’
এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে সঞ্জয় রাউতের এই মন্তব্যকেই সমর্থন জানান বীর সাভারকরের নাতি রঞ্জিত সাভারকর। শিব সেনা মুখপাত্রকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘সঞ্জয় রাউতের মন্তব্যকে আমি সমর্থন করি। অতীতেও শিব সেনা সাভারকর বিরোধীদের বিরুদ্ধে লড়াই করেছে। আমি আশা করব, শিব সেনা নেতারা বীর সাভারকরের বিরোধিতা থেকে কংগ্রেস নেতাদের সরিয়ে আনতে পারবে। আমার মনে হয়, সঞ্জয় রাউত এই মন্তব্য করে রাহুল গান্ধীকেই পরামর্শ দিতে চেয়েছেন। কারণ, রাহুল গান্ধীর কথাই কংগ্রেস নেতারা শোনেন। আসলে সঞ্জয় রাউত রাহুল গান্ধীকে সোজাসুজি গোয়া বা আন্দামানে যেতে বলতে পারছেন না। যদিও আমার মনে হয় এটা পরিষ্কার বলে দেওয়াই উচিত।’
Ranjit Savarkar, grandson of VD Savarkar: Actually, it is an advice to Rahul Gandhi because Congress leaders are parroting what Rahul said. Sanjay Raut has dared Rahul Gandhi to go to Goa and Andaman. It itself speaks very clearly. https://t.co/Ty5KNMBnJh pic.twitter.com/e8nagGRmzQ
— ANI (@ANI) January 18, 2020
গত সপ্তাহে ইন্দিরা গান্ধীর সঙ্গে মুম্বইয়ের একসময়ের কুখ্যাত ডন করিম লালার সাক্ষাৎ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সঞ্জয় রাউত। এরপর ফের সাভারকরের ভারতরত্ন প্রসঙ্গে রাহুল গান্ধীকে নাম না করে কটাক্ষ করলেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। ড্যামেজ কন্ট্রোলের জন্য উদ্ধবপুত্র আদিত্য ঠাকরে আসরে নেমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন। অতীতের বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন।।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.