Advertisement
Advertisement

Breaking News

সন্তানদের স্কুলে না পাঠালে মা-বাবাকে থানায় আটকে রাখার নিদান মন্ত্রীর

যোগীর রাজ্যের মন্ত্রীর নয়া হুমকি।

Send kids to school or face jail, UP minsiter warns parents
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 9, 2017 2:13 pm
  • Updated:October 9, 2017 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  শুরুটা হয়েছিল গুরুগ্রামে রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে এক পড়ুয়ার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনা দিয়ে। এরপর দেশের বিভিন্ন প্রান্তে পড়ুয়াদের যৌন হেনস্তার ঘটনা সামনে এসেছে। দিন কয়েক আগে খোদ রাজধানী দিল্লির এক বেসরকারি স্কুলের শৌচাগারে এক পড়ুয়াকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল স্কুলেরই সাফাইকর্মীর বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে এবার সন্তানদের স্কুলের না পাঠালে বাবা-মাকে থানায় আটকে রাখার হুমকি দিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর। মন্ত্রীমশাই বলেছেন, যেসব বাবা-মা ছেলের স্কুলে পাঠান না, তাঁদের থানায় আটকে রাখা হবে। জল-খাবার কিচ্ছু দেওয়া হবে না। যোগী রাজ্যের এই মন্ত্রীর বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তৈরি হয়েছে বিতর্ক।

[চেম্বারের মধ্যে মহিলার শ্লীলতাহানি চিকিৎসকের, ভাইরাল ভিডিও]

Advertisement

উত্তরপ্রদেশ সরকারের প্রতিবন্ধী ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর। সম্প্রতি ফৈজাদাবাদের রাসদা এলাকায় বিজেপির একটি সমাবেশে হাজির ছিলেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে যেসব বাবা-মায়েরা সন্তানদের স্কুলে পাঠান না, তাঁদের থানায় আটকে রাখার হুমকি দিয়েছেন ওমপ্রকাশ রাজভর। ভিডিওতে দেখা গিয়েছে, যোগী সরকারের এই মন্ত্রী বলছেন, ‘আমি আমার পছন্দমতো একটি আইন করব। গরিব ছেলেমেয়েরা যদি স্কুলে না যায়, তাহলে তাঁদের বাবা-মাকে তুলে আনবে পুলিশ। পাঁচদিন থানায় বসিয়ে রাখা হবে। জল-খাবার কিচ্ছু দেওয়া হবে না। তাঁদের  বোঝানোর চেষ্টা করা হবে। কিন্তু, তাতেও যদি বাবা-মায়েরা কান না দেন, তাহলে এভাবেই তাঁদের আরও ছ’মাস বোঝানো হবে।’

[কেন কার্ডবোর্ডের বাক্সে আনা হল শহিদদের দেহ? প্রবল সমালোচনার মুখে সেনা]

শুধু বাবা-মায়েদের হুমকি দিয়েই ক্ষান্ত থাকেননি ওমপ্রকাশ রাজভর। রামায়ণের উদাহরণ টেনে নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তিও সাজিয়েছেন তিনি। ওমপ্রকাশ রাজভর বলেছেন, রাবণের হাত থেকে স্ত্রী সীতাকে উদ্ধার করতে চেয়েছিলেন রাম। তাই সমুদ্রে সেতু বানানোর জন্য তাঁকে অস্ত্র ধরতে হয়েছিল। কারণ সমুদ্র রামের প্রার্থনা শোনেনি। ঠিক একইভাবে ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে অনিচ্ছুক বাবা-মায়েদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা জরুরি। এমনকী, প্রয়োজনের তাঁদের মৃত্যুদণ্ড দিতেও তিনি প্রস্তুত বলে মন্তব্য করেছেন যোগী সরকারের মন্ত্রী।

[‘ভিত্তিহীন কুৎসা’ রটানোর অভিযোগে মানহানির মামলা অমিত শাহর পুত্রের]

উত্তরপ্রদেশের এক মন্ত্রীর এহেন মন্ত্রব্যের ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িতে পড়তেই জমে উঠেছে বিতর্ক। যদিও নিজের বক্তব্যেই অনড় যোগী সরকারের প্রতিবন্ধী ক্ষমতায়ণ মন্ত্রী। ওমপ্রকাশ রাজভরের প্রশ্ন, ‘আমি ভুল কি বলেছি?  আমি কি বাবা-মায়েদের জেলে পাঠানোর হুমকি দিয়েছি? সরকার পড়াশোনার জন্য সবরকম সুবিধা দিচ্ছে। তাহলে বাবা-মায়েরা কেন সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না?’  যদিও এ বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি বলেই জানিয়েছেন মন্ত্রী ওমপ্রকাশ রাজভর।

[মোদির জমানায় রেলেও ‘ভিআইপি’ সংস্কৃতি উঠছে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement