ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিব সেনার জনক বালাসাহেব ঠাকরের মৃত্যুদিনেই ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগল উদ্ধব ঠাকরের দল। মুম্বইয়ে প্রাক্তন মুখমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস যখন বালাসাহেব স্মারকে শ্রদ্ধা জানিয়ে ফিরে যাচ্ছেন। তখন শিব সেনা কর্মী-সমর্থকরা তাঁদের দলই সরকার বানাবে বলে স্লোগান তোলেন। দেবেন্দ্র ফড়ণবিসকে কটাক্ষও করেন। যার জেরে সাময়িকভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তার আগেই শিব সেনার রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত জানান, দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাঁরা রবিবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বৈঠকে উপস্থিত থাকবেন না। পাশাপাশি সোমবার থেকে শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশনে বসবেন বিরোধীদের জন্য নির্দিষ্ট আসনে। রাজ্যসভাতেও বসার জায়গা বদলে নেওয়া হবে।
এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘বালাসাহেবের জন্য আমরা সবকিছু করতে পারি। সরকার তৈরি হবেই। উদ্ধবজী শিব সেনা থেকে মুখ্যমন্ত্রী হবে বলে বালাসাহেবকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা তা পূরণ করবই। আপনারা খুব তাড়াতাড়ি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে একজন শিব সৈনিককে দেখতে পাবেন।’
এপ্রসঙ্গে রবিবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রল্লাদ যোশী বলেন, ‘শিব সেনা এনডিএর বৈঠকে আসছে না। তাদের মন্ত্রী অরবিন্দ সাওয়ান্তও পদত্যাগ করেছেন। তারা এখন কংগ্রেসের সঙ্গে কাজ করার চেষ্টা করছে। তাই স্বাভাবিক ভাবেই ওরা বিরোধী আসনে বসতে চাইছে। আমরাও এতে সম্মতি দিয়েছি। আমরা তাদের লোকসভা ও রাজ্যসভা দু’জায়গাতেই বিরোধী আসনে বসানোর ব্যবস্থা করছি।’
Pralhad Joshi, Union Minister: Shiv Sena is not coming to NDA meeting. Their minister Arvind Sawant has resigned. They’re trying to work with Congress, so naturally, they’ve opted to sit in opposition & we’ve agreed to that. We’re allotting them seat in opposition both in LS & RS pic.twitter.com/lFlbjCxu3U
— ANI (@ANI) November 17, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.