Advertisement
Advertisement

এবার ট্রেনে সেলফি তুললেই জেল!

রেললাইনেও সেলফি তুললে জরিমানা বা হাজতবাস!

Selfie in rail track or in coach may lead you to jail
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 21, 2017 3:20 am
  • Updated:February 21, 2017 3:31 am  

নব্যেন্দু হাজরা: যে হাতে সেলফি তুলছেন খোশ মেজাজে, সেই হাতেই পরতে হতে পারে হাতকড়া!

চলন্ত ট্রেন হোক বা রেললাইন, রেলের যে কোনও জায়গায় দাঁড়িয়ে সেলফি তুললে এবার থেকে শুধু জরিমানা নয়, টানতে হতে পারে জেলের ঘানিও৷ দেশজুড়ে একের পর এক সেলফি জ্বরে আক্রান্ত হয়ে দুর্ঘটনায় মৃত্যু রুখতে এবার এমনই কড়া নির্দেশিকা জারি করতে চলেছে রেলমন্ত্রক৷ যেখানে অন্যান্য আইনের সঙ্গে সেলফি আটকাতে এই নতুন আইনে আরও বেশি ক্ষমতা পাবে রেলপুলিশ৷

Advertisement

(এবার চিনকে রুখতে আসরে ভারতীয় রেল)

রেলমন্ত্রক সূত্রে খবর, দেশজুড়ে সমীক্ষা চালিয়ে রেলের কর্তা ব্যক্তিরা দেখেছেন চলন্ত ট্রেনের সামনে, চলন্ত ট্রেনের দরজায়, রেলওয়ে ওভারব্রিজের উপর, দূরপাল্লার ট্রেনের ইঞ্জিনকে পিছনে রেখে, প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে সেলফি তোলার প্রবণতা দিন দিন বাড়ছে৷ অনেক ক্ষেত্রেই সেলফি তোলার সময় খেয়াল থাকে না সামনে বা পিছন দিক থেকে ট্রেন আসছে কি-না৷ ফলে চালকের কোনও দোষ না থাকলেও দুর্ঘটনা ঘটে যায়৷ কারও মৃত্যু হয়৷ কখনও আবার ভয়ঙ্কর পরিণতি আটকাতে আপৎকালীন ব্রেক কষেন ট্রেনের চালক৷ যার ফলে আরও ভয়াবহ কোনও দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কাও থাকে৷ কিন্তু বর্তমানে ট্রেনের যাত্রীদের ক্ষেত্রে যে সমস্ত আইন প্রয়োগ করা যায়, তাতে কোথাও সেলফি তোলার ক্ষেত্রে কড়া অবস্থান নেওয়া সম্ভব হচ্ছিল না রেলপুলিশের৷ বিষয়টি নিয়ে নাকি উদ্বিগ্ন ছিলেন স্বয়ং রেলমন্ত্রী সুরেশ প্রভুও৷ সূত্রের খবর, পরিস্থিতির সমাধানে রেলমন্ত্রী একাধিকবার বিষয়টি নিয়ে বৈঠকও করেন আরপিএফের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে৷ তাঁদের এবিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন৷ গতবছরের নভেম্বর মাসে আরপিএফের তরফে রেলমন্ত্রকে প্রস্তাব দিয়ে নয়া সার্কুলার জারি করার সুপারিশ করা হয়৷

(এবার আন্দামানে চালু হচ্ছে রেল পরিষেবা)

কী রয়েছে এই সার্কুলারে? সেখানে জানিয়ে দেওয়া হয়েছে, চলন্ত ট্রেনের কামরায়, রেললাইনে এবং রেলওয়ে ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ধরা পড়লে তা অপরাধ হিসাবে গণ্য হবে৷ সেক্ষেত্রে ধৃত ব্যক্তির ন্যূনতম ছ’মাস জেল, অথবা দু’হাজার টাকা জরিমানা করা হবে৷ রেল সূত্রে খবর, রেলের এলাকায় কেউ সেলফি তুললে সেকশন ১৪৫ অশালীন কাজকর্ম, সেকশন ১৪৭ রেলের সংরক্ষিত এলাকায় বিনা অনুমতিতে ইচ্ছা অনুযায়ী কাজকর্ম এবং ১৫৩ রেল যাত্রীদের সুরক্ষায় বিঘ্ন ঘটানোর অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে৷ কারণ কেউ লাইনে দাঁড়িয়ে সেলফি তুললে তাঁকে বাঁচানোর কথা ভেবে ট্রেনের চালক আপৎকালীন ব্রেক কষেন৷ যার ফলে ঘটতে পারে বড় কোনও দুর্ঘটনা৷ তাই চলন্ত ট্রেনের সামনে কেউ সেলফি তুললে তাঁর বিরুদ্ধে ১৫৩ নম্বর ধারা প্রয়োগ করতে চায় আরপিএফ৷ আরপিএফের তরফে রেলমন্ত্রককে চিঠি দিয়ে জানানো হয়েছিল, রেলের এলাকায় সেলফি তোলা বন্ধ করতে কঠোর আইন আনা দরকার৷ কারণ শাস্তির ভয় না থাকলে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে না৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, “রেলের এলাকায় সেলফি তোলা বেআইনি৷ আরপিএফ কড়া নজর রাখছে৷ সেলফি তুলতে গিয়ে রেলের এলাকায় ধরা পড়লে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷”

(কানপুর রেল দুর্ঘটনায় চাঞ্চল্যকর মোড়, ফাঁস ISI যোগ)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement