সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শখ করে মেট্রোয় বসে সেলফি তুলেছিলেন প্রবাসী নীলম কুমারী৷ কে জানত সেই সেলফিই তাঁর চরম বিপদের বন্ধু হয়ে উঠবে৷ কেননা সেটির মাহাত্ম্যেই উদ্ধার হয়েছে তাঁর প্রায় ২২ লক্ষ টাকার গয়না৷
ঘটনা দিল্লির৷ ক্যালিফোর্নিয়াবাসী নীলম দেশে এসে মেট্রো চড়েছিলেন, সেলফিও তুলেছিলেন৷ কিন্তু মেট্রো থেকে নেমে চক্ষু চড়কগাছ৷ কেননা ততক্ষণে খোয়া গিয়েছে তাঁর গয়নার ব্যাগটি৷ তাতে ছিল প্রায় ২২ লক্ষ টাকার গয়না৷ তড়িঘড়ি এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন তিনি৷ সেইসঙ্গে নিজের তোলা সেলফিটিও দেখান তদন্তকারী অফিসারদের৷
সেলফির সূত্রেই জট খোলে৷ নীলমের ঠিক পিছনে থাকা এক মহিলাকে দেখে সন্দেহ হয় অফিসারদের৷ অনুমান করা হয় পকেটমার চক্রের সদস্য ওই মহিলা৷ এরপরই তাকে চিহ্নিত করা হয়৷ তার সূত্রে খোঁজ পাওয়া যায় আর পাঁচ পকেটমার মহিলার৷ সেইসঙ্গে উদ্ধার হয় নীলমের গয়নাও৷
পুরো তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সাব ইনস্পেক্টর মনিকা, কনস্টেবল নুরজাহান এবং নাসরিন খাতুন৷ মূলত তাঁদের বুদ্ধিমত্তাতেই সেলফির সাহায্যে পাকড়াও করা সম্ভব হয় পকেটমার মহিলাদের৷ তাঁদের কাজে খুশি হয়ে সেন্ট্রাল ইনডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্তা প্রত্যেকের জন্য বিশেষ অর্থমূল্যের পুরস্কারও ঘোষণা করেছেন৷
CISF recovers stolen jewellery worth Rs 22 lakhs at Chawri Bazar metro station in Delhi pic.twitter.com/2w8C49y8PJ
— ANI (@ANI_news) December 13, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.