প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বিরিয়ানি বিক্রেতাকে গুলি করে খুন করে জম্মু-কাশ্মীরের পহেলগাঁও হত্যাকাণ্ডের বদলা নেওয়ার দাবি করলেন তরুণ। ঘটনাটি আগ্রার। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ‘খুনি’র চাঞ্চল্যকর ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে নিজেকে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য হিসাবে দাবি করেছেন তিনি। যদিও পুলিশের বক্তব্য, ব্যক্তিগত আক্রোশে হত্যাকাণ্ড। সাম্প্রদায়িক রং দেওয়ার মিথ্যে চেষ্টা হচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছেন ২৭ বছরের গুলফম আলির। তিনি আগ্রার শাহিদ আলি চিকেন বিরিয়ান নামের একটি দোকানের মালিকের আত্মীয়। আহত হন ওই দোকানের অন্য এক কর্মীও। গুলিকাণ্ডে অভিযুক্ত যুবকের নাম মনোজ চৌধুরী। ভাইরাল ভিডিওতে নিজেকে ‘ক্ষত্রিয় গোরক্ষা দল’-এর সদস্য হিসাবে দাবি করেছেন তিনি। স্পষ্ট করে মনোজ জানিয়েছেন, পহেলগাঁওয়ে জঙ্গিহানার প্রতিশোধ নিয়েছেন তিনি।
সমাজমাধ্যমের ভিডিওতে যুবকের জিন্সের প্যান্টের দুই পকেটে দুটি পিস্তল গোঁজা দেখা গিয়েছে। সঙ্গে রয়েছে আরও একটি ছুরি। ভিডিওতে তিনি বলেন, “আগরার তাজ সিটিতে দু’জনকে মেরেছি। ক্ষত্রিয় গোরক্ষক দল এর দায় নিচ্ছে। আমি ভারতমাতার নামে শপথ করে বলছি, ২৬ জনের মৃত্যুর প্রতিশোধ হিসাবে যদি ২,৬০০ জনকে খুন করতে না পারি তা হলে আমি ভারতমায়ের সন্তান নই।” যদিও যুবকের দাবি উড়িয়ে দিয়েছে পুলিশ। তদন্তকারীদের বক্তব্য, পহেলগাঁও কাণ্ডের জেরে নয়, বরং ব্যক্তিগত আক্রোশেই খুন হয়েছেন গুলফম। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মনোজকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.