Advertisement
Advertisement

বিয়েবাড়িতে গুলির শখ ধর্মগুরুর, প্রাণ গেল বরের আত্মীয়ার

পুলিশ অবশ্য ওই স্বঘোষিত ধর্মগুরু ও তাঁর চ্যালাদের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে।

self claimed godwomans firing in wedding claims life of grooms aunt
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 16, 2016 12:17 pm
  • Updated:November 16, 2016 1:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আসর উদযাপন করতে চেয়েছিলেন গুলি চালিয়ে। আর স্বঘোষিত ধর্মগুরুর সেই শখের জেরে প্রাণ গেল বরের আত্মীয়ার।

ঘটনা হরিয়ানার। এক বিয়েবাড়িতে নিমন্ত্রিত ছিলেন ‘স্বঘোষিত’ ধর্মগুরু সাধ্বী দেব ঠাকুর। জনা ১২ চ্যালা নিয়ে তিনি উপস্থিত হন বিয়েবাড়িতে। জানা যাচ্ছে, তাদের সকলের কাছেই ছিল আগ্নেয়াস্ত্র। বিয়েবাড়িতে পা রেখে গুলি চালিয়ে সেলিব্রেট করার শখ হয় সাধ্বীর। এগিয়ে যান ডান্স ফ্লোরের দিকে। সেখানে তখন বহু মানুষের জটলা। সকলেই মজায় মত্ত। তার মধ্যেই গুরু আর তার চ্যালারা গুলি চালাতে থাকেন। কিন্তু তাতে যে বিপদ ঘটবে বুঝতে পারেননি তিনি। আচমকাই সকলে দেখেন বরের আত্মীয়া মাটিতে লুটিয়ে পড়েছেন। প্রমাদ গোণেন ‘গডউওম্যান’ ও তার চ্যালারা। অতঃপর পলায়ন। পুলিশ অবশ্য ওই স্বঘোষিত ধর্মগুরু ও তার চ্যালাদের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement