সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বাড়িতে বোমাতঙ্ক! যোগীর লখনউয়ের বাড়িতে বোমা রাখা হয়েছে বলে আচমকাই ফোন আসে। আর তারপরই ছড়ায় আতঙ্ক। সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয় বাড়িটি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বম্ব স্কোয়াডও। কিন্তু পরে জানা যায়, ফোনটি ভুয়ো। অনেক তল্লাশি করেও কোনও বোমা সেখানে পাওয়া যায়নি।
পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে ফোনটি এসেছিল। ফোনটি পাওয়ার পরই হূলস্থূল পড়ে যায়। ঘিরে ফেলা হয় বাড়িটি। পরে পুলিশের তরফে নতুন করে তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই ভুয়ো ফোন করেছে তা জানতে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, অতীতে যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়া হয়েছে একাধিক বার। গত বছরের আগস্টে হোয়াটসঅ্যাপে যোগীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তারও আগে ২০২১ সালে উত্তরপ্রদেশ পুলিশের আপৎকালীন নম্বরে একই রকম হুমকি মেসেজ আসে। যোগীকে খুনের হুমকি দিয়ে বলা হয়, ‘হাতে চার দিন সময়, যা করার করে নিন’।
এছাড়াও ২০২০ সালে এক বছর পনেরোর কিশোরকে গ্রেপ্তার করা হয়েছিল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, করোনার কারণে স্কুল বন্ধ করে দেওয়াতেই নাকি ওই স্কুল পড়ুয়া রেগে গিয়ে খুনের হুমকি দিয়ে বসে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.