ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গলদ! নির্ধারিত কর্মসূচিতে যাওয়ার সময় ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে লক্ষ্য করে ধেয়ে এল ড্রোন এবং আছড়ে পড়ল ঠিক তাঁর পাশে। এই ঘটনা ঘটেছে ওড়িশার ঝারসুগুডা অঞ্চলে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে উচ্চপর্যায়ের নিরাপত্তা পাওয়া মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটলেও তা প্রকাশ্যে আসে রবিবার। সোশাল মিডিয়ায় ভাইরাল হয় এই দুর্ঘটনার ভিডিও। জানা যাচ্ছে, ওইদিন ঝাড়সুগুডার পুরুনাবস্তি এলাকায় ঝাড়েশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজস্বমন্ত্রী সুরেশ পূজারী। সেই সময় হঠাৎ দেখা যায়, তাঁর দিকে বেসামাল ভাবে এগিয়ে আসছে একটি ড্রোন। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেটি আছড়ে পড়ে মুখ্যমন্ত্রী মাঝির ঠিক পাশে। ঘটনায় কেউ আহত হননি ঠিকই তবে প্রশ্ন উঠতে শুরু করেছে কীভাবে সকলের চোখ এড়িয়ে মুখ্যমন্ত্রীর এত কাছে চলে এল ড্রোন? কার গাফিলতিতে এই ঘটনা?
ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ସୁରକ୍ଷାରେ ବଡ଼ଧରଣର ତ୍ରୁଟି।
ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ପାଖରେ ଖସିପଡ଼ିଲା ଡ୍ରୋନ୍ ।
ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଝାରସୁଗୁଡ଼ା ଗସ୍ତ ସମୟରେ ବଡ଼ଧରଣର ତ୍ରୁଟି ହୋଇଥିବା ଦେଖିବାକୁ ମିଳୁଛି |#Drone #CMMohanMajhi #Jharsuguda #Prameya #odisha #prameyaodia pic.twitter.com/xAjQhDLLJR— Prameya Odia (@prameyaodia) January 5, 2025
যদিও মুখ্যমন্ত্রীর নিরাপত্তাবিভাগের তরফে জানা গিয়েছে, ঘটনার পরই ড্রোনটিকে দূরে ছুড়ে ফেলে দেন নিরাপত্তারক্ষীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ছবি তোলার জন্য ব্যবহার করা হচ্ছিল ড্রোনটি। কোনওভাবে সেটি বিকল হয়ে এই ঘটনা ঘটায়। তবে নিয়ম অনুযায়ী ভিভিআইপিদের এত কাছে ড্রোন ওড়ানোর অনুমতি থাকে না। সেই নিয়ম ভেঙে কেন বিপজ্জনকভাবে ওড়ানো হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিকে রবিবার সকালে পুরির মন্দিরের উপর ড্রোন ওড়ার ঘটনায় নতুন করে উদ্বেগ বেড়েছে। পুরির মন্দিরের উপর কোনও রকম ড্রোন ওড়ানোর উপর পুরোপুরি নিষেধাজ্ঞা রয়েছে। তবে এদিন ভোর চারটে নাগাদ সেখানে ড্রোনটিকে উড়তে দেখা যায়। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কে বা কারা এই ঘটানো ঘটিয়েছে তা খতিয়ে দেখতে পুলিশের দুটি দল তদন্ত শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.