Advertisement
Advertisement

Breaking News

সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত কাশ্মীর, শহিদ এক জওয়ান

জারি সার্চ অপারেশন, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র৷

Security Forces Surround Shopian Village, Terrorists Escape After Encounter, one army lost his life in an encounte
Published by: Tanujit Das
  • Posted:September 2, 2018 11:28 am
  • Updated:September 2, 2018 11:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সকাল থেকেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর৷ সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে বান্দিপোড়ায় শহিদ এক জওয়ান৷ মৃত জওয়ানের নাম শিব কুমার৷ ঘটনার পর থেকে আত্মগোপন করে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে সেনা৷ অনুমান করা হচ্ছে সোপিয়ানের লাড্ডি এলাকায় ঘাপটি মেরে থাকতে পারে জঙ্গিরা৷ ফলে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা৷ চলছে চিরুনি তল্লাশি৷ এখনও জারি রয়েছে সার্চ অপারেশন ও গুলির লড়াই৷ উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র৷

 

[আরও মহার্ঘ পেট্রল-ডিজেল, দাম বাড়ল রান্নার গ্যাসেরও]

আশঙ্কা করা হচ্ছে, সীমান্তে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়েই ভারতে প্রবেশ করেছে জঙ্গিরা৷ বড় নাশকতার ছকেই ভারতে তাঁদের প্রবেশ বলে সূত্রের খবর৷ ভিতরে ঢুকলেও সেনার নজর এড়াতে সক্ষম হয়নি তারা৷ প্রথমে সেনাকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে থাকলে, পালটা জবাব দেন জওয়ানরা৷ শুরু হয় গুলির লড়াই৷ তখনই জঙ্গিদের ছোঁড়া গুলিতে শহিদ হন ওই ভারতীয় জওয়ান৷ এরপর গুলি ছুঁড়তে ছুঁড়তে চম্পট দেয় সন্ত্রাসবাদীরা৷ তবে তাঁদের খোঁজ জারি রেখেছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা৷ গোটা সোপিয়ান এলাকায় চলছে সার্চ অপারেশন৷ বাড়ি বাড়ি ঢুকে চলছে চিরুনি তল্লাশি৷ এই তল্লাশিতেই উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র ও কার্তুজ৷ সন্ত্রাসবাদীরা যাতে কোনও মতেই আত্মগোপন করতে না পারে তা নিশ্চিত করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে সেনা৷

[উন্নয়ন খাতে খরচের নিরিখে এগিয়ে তৃণমূল সাংসদরাই, অনেক পিছিয়ে বিজেপি]

উল্লেখ্য, গত বুধবার থেকেই উত্তপ্ত রয়েছে জম্মু-কাশ্মীর৷ ওইদিন থেকেই সোপিয়ানে জঙ্গি আত্মগোপন করে থাকার খবর পায় সেনা৷ জঙ্গি দমনে শুরু হয় তল্লাশি অভিযান৷ সেনা-জঙ্গি লড়াইয়ে শহিদ হন চার পুলিশকর্মী৷ নিহতদের কাছ থেকে বেশ কয়েকটি একে-৪৭ রাইফেলও লুট করে নেয় জঙ্গিরা৷ এরপরই জঙ্গিদের পরিবারের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ৷ পালটা জবাবে পুলিশ কর্মীর আত্মীয়দের অপহরণ করে জঙ্গিরা৷ সোপিয়ান, কুলগাম, অনন্তনাগ ও অবন্তীপুরার পাঁচ পুলিশকর্মীর এগারোজন আত্মীয়কে অপহরণ করা হয়৷ এরপর জঙ্গিদের পরিজনদের মুক্তি দেয় পুলিশ৷ শুক্রবার রাতে পুলিশ কর্মীর আত্মীয়দেরও মুক্তি দেয় জঙ্গিরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement