সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট সংকট ঠেকাতে রবিবারই নাসিক থেকে ৫০ লক্ষ নতুন ৫০০ টাকার নোট পৌঁছেছে রিজার্ভ ব্যাঙ্কে৷ এরপর এটিএম বা ব্যাঙ্ক থেকে মিলবে এই নয়া নোট৷ কিন্তু বাতিল নোটের সঙ্গে বেশ কিছু জায়গায় এর ফারাক আছে৷ শুধু রঙের তফাতই নয়, যোগ হয়েছে নতুন কিছু বৈশিষ্ট্যও৷
কী কী নয়া চিহ্ন আছে এই নোটে?
১) পুরনো নোটের মতো গান্ধীজির ছবি নোটের ডানদিকে থাকছে না৷ থাকবে একেবারে মাঝামাঝি৷
২) নতুন নোটের বাঁদিকে দেবনাগরী হরফে পাঁচশো কথাটি লেখা থাকবে৷
৩) নোটের নীচে ডানদিকে যে সংখ্যাগুলি লেখা থাকবে, সেগুলির আকার বাঁদিক থেকে ডানদিকে ক্রমশ বাড়তে থাকবে৷
৪) অশোক স্তম্ভের ঠিক উপরে গোলাকার অংশে পাঁচশো লেখা থাকবে৷ দৃষ্টিহীনরা এই অংশ ছুঁয়ে আসল নোট চিনে নিতে পারবেন৷
৫) দৃষ্টিহীনদের জন্যই আরও একটি বৈশিষ্ট্য রাখা হয়েছে৷ নোটের দু-প্রান্তেই পাঁচটি করে বাঁকা রেখা আছে, যেগুলিকে স্পর্শ করে অনুভব করতে পারবেন তাঁরা৷
৬) নোটের পিছনে দিকে লবন সত্যাগ্রহ অভিযানের ছবির বদলে থাকবে দেশের জাতীয় পতাকা-সহ লালকেল্লার ছবি৷
৭) প্রতিটি নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের প্রতিশ্রুতি-সহ স্বাক্ষর থাকবে৷
৮) এছাড়া নোটটিকে হাতে নিয়ে নাড়াচাড়া করলে নোটের মাঝামাঝি হলোগ্রাম অংশের রং সবুজ থেকে নীল হবে৷
এই নতুন বৈশিষ্ট্যগুলি যোগ হয়েছে নয়া নোটে৷ এগুলো জানা থাকলেই নকল নোটের হাত থেকে পরিত্রাণ মিলবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.