Advertisement
Advertisement
Mukesh Ambani

ফের মুকেশ আম্বানির বাড়িতে হামলার ছক? শিল্পপতির বাসভবনে নিরাপত্তা বাড়াল মুম্বই পুলিশ

বাড়ির চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Security At Mukesh Ambani's House Tightened in Mumbai | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 8, 2021 8:35 pm
  • Updated:November 8, 2021 9:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাসভবনে হামলার পরিকল্পনা? দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি হাতে বড় ব্যাগ নিয়ে শিল্পপতি আম্বানির বাড়ির খোঁজ করছিল। মুম্বই (Mumbai) পুলিশকে ফোন করে একথা জানায় এক ট্যাক্সি চালক। খবর পাওয়ার পর আর এক মুহূর্তও নষ্ট করেনি মুম্বই পুলিশ। তড়িঘড়ি মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলার নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দিল তারা।

সোমবার পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, তাঁদের কাছে একটি ফোন আসে। ফোনে ট্যাক্সি চালক জানান, এদিন দুপুরে তাঁর কাছে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি মুকেশ আম্বানির বাসভবনের খোঁজ করে। তাদের হাতে একটা বড় ব্যাগ ছিল। আচরণও ছিল সন্দেহজনক। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে খবর দেন ওই ট্যাক্সি চালক। এর পরই ‘অ্যান্টিলা’য় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। বাড়ির চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
 

[আরও পড়ুন: TMC in Tripura: মনোনয়ন প্রত্যাহারের চাপ দিয়ে ত্রিপুরায় তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, প্রহৃত ছেলেও]

Mukesh Ambani announces JioPhone Next on thursday
 
 

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ি ‘অ্যান্টিলা’র সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ২০টি জিলেটিন স্টিক পাওয়া যায়। ওই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়। তদন্তে উঠে আসে একাধিক বিস্ফোরক তথ্য। ওই ঘটনায় নাম জড়ায় পুলিশ অফিসার শচীন ওয়াজের নাম। তারপর মে মাসে তাঁকে বরখাস্ত করে মুম্বই পুলিশ (Mumbai Police)।

জানা যায়, যে গাড়িতে বোমা রাখা হয়েছিল তার মালিক ব্যবসায়ী মনসুখ হিরনকে মৃত অবস্থায় পাওয়া যায় ৫ মার্চ। এরপরে রহস্য আরও গভীর হয়। শচীনকে জেরা করার পরে তাঁকে গ্রেপ্তার করে এনআইএ। তার আগেই ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ ওয়াজের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল, মনসুখ হিরেনকে তিনিই খুন করেছেন। এই অভিযোগের ভিত্তিতে আগেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

[আরও পড়ুন: নভেম্বরের শেষেই বসছে সংসদের শীতকালীন অধিবেশন, গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে তৎপর কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement