Advertisement
Advertisement
Adani Group

আদানিদের বিরুদ্ধে নয়া অভিযোগের তদন্তে সেবি, ফের সরব কংগ্রেস

বিদেশি সংস্থা বদনামের চেষ্টা করছে, পালটা আদানি গোষ্ঠীর।

SEBI probing ties between Adani Group in another allegation | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 12, 2023 12:30 pm
  • Updated:October 12, 2023 12:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদানিদের বিরুদ্ধে নয়া অভিযোগ। এবার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের এক সংস্থার সঙ্গে সন্দেহজনক লেনদেনের অভিযোগ আদানির সংস্থার বিরুদ্ধে। হিন্ডেনবার্গ রিপোর্ট মামলা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির ঠিক আগে আদানিদের বিরুদ্ধে এই মামলারও তদন্ত শুরু করেছে সেবি (SEBI)। এমনটাই খবর রয়টার্স সূত্রে।

সূত্রের খবর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের একটি লগ্নি তহবিলের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে তদন্ত চালাচ্ছে সেবি। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের তহবিলটির নাম গাল্ফ এশিয়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। এই সংস্থারই মালিক দুবাইয়ের ব্যবসায়ী নাসের আলি শাবান আহলি। যিনি শিল্পপতি গৌতম আদানির দাদা বিনোদ আদানির ঘনিষ্ঠ।

Advertisement

[আরও পড়ুন: বিয়ে এবং সামাজিক অনুষ্ঠানের জন্য বদলে গেল রাজস্থানের ভোটের দিন! সিদ্ধান্ত কমিশনের]

অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কোরাপশন রিপোর্টিং প্রোজেক্ট বা OCCRP আদানিদের নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাঁদের রিপোর্টে দাবি করা হয়েছে, গত কয়েক বছরে বেশ কয়েকটি অনথিভুক্ত সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর লেনদেন বেশ সন্দেহজনক। এর মধ্যে বহু লেনদেন নিয়মবিরুদ্ধ হতে পারে। মরিশাসের একাধিক সংস্থা নাকি আদানিদের শেয়ার সন্দেহজনকভাবে বিনিয়োগ করেছে। শোনা যাচ্ছে, এই সব অভিযোগেরই তদন্ত করবে সেবি।

[আরও পড়ুন: বিহারে ট্রেন দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৪, আহত বহু]

যদিও আদানিদের তরফে দাবি করা হয়েছে, বিদেশি শক্তি অসৎ উদ্দেশ্যে তাদের সংস্থাকে বদনাম করার চেষ্টা করছে। কিন্তু তাতেও কটাক্ষ আসছে বিরোধী শিবির থেকে। যেমন কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) বলে দিচ্ছেন,”একের পর এক অনিয়ম সামনে আসার পরে বাঁচার জন্য ওই শিল্প গোষ্ঠী এখন দেশপ্রেমকে হাতিয়ার করতে চাইছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement