সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে বেছে নেওয়া হল রামমন্দিরের রামলালার মূর্তিকে। তিনি শিল্পীর মধ্যে মন্দিরে স্থান পাবে কর্নাটকের প্রতিভাবান ভাস্কর অরুণ যোগিরাজের তৈরি মূর্তিই। সোমবার শিল্পীর নাম জানালেন বিজেপি নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। এক্স হ্যান্ডেলে শিল্পীর নাম উল্লেখ ইয়েদুরাপ্পা লেখেন, ”রামমন্দিরে শোভা পাবে মাইসুরুর শিল্পী অরুণ যোগিরাজের তৈরি রামালালার মূর্তি। এই খবর আমাদের দ্বিগুণ আনন্দ দেয়। এদিকে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন, অন্যদিকে এই মন্দিরে কর্নাটকের শিল্পীর হাতে তৈরি মূর্তি। শুভেচ্ছা শিল্পীকে।”
রাম মন্দির নির্মাণ ও পরিচালন সংক্রান্ত প্রধান সংস্থা রাম জন্মভূমি ট্রাস্টও প্রতি ক্ষেত্রেই রহস্য জিইয়ে রেখে মানুষের আগ্রহ বাড়ানোর চেষ্টা করছে ক্রমাগত। প্রচারের লক্ষ্যেই বিজেপি এবং সংঘ পরিবারের তরফে মন্দির সংক্রান্ত প্রতিটি পা মেপে, পরিকল্পনামাফিক এগোনো হচ্ছে বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা। যেমন, শুক্রবারই রামমন্দিরের গর্ভগৃহে রামলালার কোন মূর্তি বসবে, ভোটাভুটির মাধ্যমে তা চূড়ান্ত হয়ে গিয়েছে। একেবারে প্রাণ প্রতিষ্ঠার সময়েই মূর্তির মুখদর্শন হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
ಕೋಟ್ಯಂತರ ಶ್ರದ್ಧಾಳು ಭಾರತೀಯರ ಪ್ರಾರ್ಥನೆಯ ಸಾಕಾರದ ಐತಿಹಾಸಿಕ ಕ್ಷಣ ಹತ್ತಿರವಾಗಿದೆ. ಅಯೋಧ್ಯೆಯಲ್ಲಿ ಭವ್ಯ ಶ್ರೀರಾಮ ಮಂದಿರದಲ್ಲಿ ಪ್ರಭು ಶ್ರೀರಾಮನ ಪ್ರತಿಷ್ಠಾಪನೆಗೆ ಪೂರ್ವಭಾವಿಯಾಗಿ ಇಂದು ಆದರಣೀಯ ಪ್ರಧಾನಿ ಶ್ರೀ @narendramodi ಅವರು ರಾಮನ ನಗರಿ ಅಯೋಧ್ಯೆಯಲ್ಲಿ ಮಹರ್ಷಿ ವಾಲ್ಮೀಕಿ ಅಂತರಾಷ್ಟ್ರೀಯ ವಿಮಾನ ನಿಲ್ದಾಣ, ನವೀಕೃತ ಅಯೋಧ್ಯಾ…
— B.S.Yediyurappa (@BSYBJP) December 30, 2023
প্রসঙ্গত, তিন শিল্পীর তৈরি রামলালার মূর্তি থেকে একটিকে বেছে নেওয়া হয়েছে সোমবার। রামমন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, টানা সাতদিন ধরে চলবে রামলালা প্রতিষ্ঠার অনুষ্ঠান। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ২২ জানুয়ারি অনুষ্ঠান শেষ হবে। কী কী উৎসব এই সাতদিনে, তার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে মন্দির কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ১৬ জানুয়ারি দশবিধ স্নান দিয়ে শুরু হবে সাতদিনব্যাপী উৎসব। সরযূ নদীতে স্নান করবেন ভক্তরা। এছাড়াও বিষ্ণু আরাধনা ও গোদান হবে এই দিনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.