Advertisement
Advertisement

Breaking News

বিপদের মুখে মাকে স্মরণ করেছিলেন মাওহানায় বেঁচে যাওয়া দূরদর্শনকর্মী

'মা আমি তোমাকে খুব ভালবাসি', এটাই ছিল তাঁর উক্তি।

Scribe catches Chhattisgarh Mao attack on cam
Published by: Tanujit Das
  • Posted:October 31, 2018 3:16 pm
  • Updated:October 31, 2018 7:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারপাশে চলছে গুলি৷ আতঙ্কের পরিবেশ গ্রাস করেছে প্রত্যেককে৷ আর্তনাদ ও গোলাগুলির শব্দে মৃত্যুকে খুব কাছে থেকে দেখতে পাচ্ছিলেন মর্মুকুট শর্মা৷ তাঁর আয়ু আর কতক্ষণ, নিজেই জানেন না তিনি৷ কিন্তু তখনও তিনি নিডর৷ সেই ভয়ানক মুহূর্তেও বারবার মনে পড়ছিল মায়ের মুখটা৷ যদি বেঁচে না থাকেন তাই ভিডিও মেসেজে মায়ের উদ্দেশ্যে বার্তা পাঠান তিনি৷ মাওবাদী হানার একদিন পর যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে৷

[‘চরিত্রহীন বলায় রাগের বশে পোশাক খুলেছিলাম’, স্বীকারোক্তি মুম্বইয়ের মডেলের]

Advertisement

আসন্ন ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের খবর সংগ্রহ করতে দান্তেওয়াড়ার মাওবাদী অধ্যুষিত এলাকায় পৌঁছে গিয়েছিল দূরদর্শনের একটি দল। মঙ্গলবার দুই পুলিশকর্মীর সঙ্গে দান্তেওয়াড়ার আরণপুর জঙ্গলে যায় দূরদর্শনের একটি দল৷ সেখানেই তাঁদের উপর হামলা করে মাওবাদীরা। চারদিন থেকে ঘিরে ফেলা হয় তাঁদের৷ চলতে থাকে লাগাতার গুলি৷ মাওবাদীদের গুলিতে নিহত হন চিত্রসাংবাদিক অচ্যুতানন্দ সাহু। মাও হামলায় গুরুতর আহত হয় সাব ইনস্পেক্টর রুদ্রপ্রতাপ এবং অ্যাসিস্ট্যান্ট কনস্টেবল মঙ্গলু। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁদেরও মৃত্যু হয়৷ ভাগ্যের ফেরে কোনওক্রমে বেঁচে যান ক্যামেরা সহকারী মর্মুকুট শর্মা৷ এই ঘটনার ইতিমধ্যেই আতঙ্কের পরিবেশ তৈরি করেছে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের উপরে৷ নির্বাচন ভেস্তে দেওয়া এবং ভয়ের পরিবেশ তৈরির উদ্দেশ্যেই মাওবাদীদের এই বাড়বাড়ন্ত বলে স্বীকার করে নিচ্ছে প্রশাসন৷ পুলিশকর্মীদের পাশাপাশি একজন সাংবাদিকের মৃত্যু ঘটনাকে আরও ভারাক্রান্ত করে তুলেছে৷

[রাফালে ধাক্কা কেন্দ্রের, ১০ দিনের মধ্যে দাম জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের]

জঙ্গলের মধ্যে যখন তাঁদের চারপাশ থেকে ঘিরে নিয়েছিল মাওবাদীরা, তখনই তাদের নজর এড়িয়ে একটি ভিডিও শুট করেন হামলায় কোনওক্রমে বেঁচে যাওয়া  মর্মুকুট শর্মা৷ যেখানে মায়ের উদ্দেশ্যে কিছু বার্তা দেন তিনি৷ ঘটনার একদিন পরে সেই ভিডিওই ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিওটিতে মর্মকুটকে বলতে শোনা গিয়েছে, “…মা আমি তোমাকে খুব ভালবাসি৷ হয়তো এই হামলায় আমার মৃত্যু হবে, কারণ পরিস্থিতি একদমই ঠিক নেই৷ মৃত্যুকে সামনে থেকে দেখেও ভয় লাগছে না আমার৷”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement