সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারপাশে চলছে গুলি৷ আতঙ্কের পরিবেশ গ্রাস করেছে প্রত্যেককে৷ আর্তনাদ ও গোলাগুলির শব্দে মৃত্যুকে খুব কাছে থেকে দেখতে পাচ্ছিলেন মর্মুকুট শর্মা৷ তাঁর আয়ু আর কতক্ষণ, নিজেই জানেন না তিনি৷ কিন্তু তখনও তিনি নিডর৷ সেই ভয়ানক মুহূর্তেও বারবার মনে পড়ছিল মায়ের মুখটা৷ যদি বেঁচে না থাকেন তাই ভিডিও মেসেজে মায়ের উদ্দেশ্যে বার্তা পাঠান তিনি৷ মাওবাদী হানার একদিন পর যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে৷
[‘চরিত্রহীন বলায় রাগের বশে পোশাক খুলেছিলাম’, স্বীকারোক্তি মুম্বইয়ের মডেলের]
আসন্ন ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের খবর সংগ্রহ করতে দান্তেওয়াড়ার মাওবাদী অধ্যুষিত এলাকায় পৌঁছে গিয়েছিল দূরদর্শনের একটি দল। মঙ্গলবার দুই পুলিশকর্মীর সঙ্গে দান্তেওয়াড়ার আরণপুর জঙ্গলে যায় দূরদর্শনের একটি দল৷ সেখানেই তাঁদের উপর হামলা করে মাওবাদীরা। চারদিন থেকে ঘিরে ফেলা হয় তাঁদের৷ চলতে থাকে লাগাতার গুলি৷ মাওবাদীদের গুলিতে নিহত হন চিত্রসাংবাদিক অচ্যুতানন্দ সাহু। মাও হামলায় গুরুতর আহত হয় সাব ইনস্পেক্টর রুদ্রপ্রতাপ এবং অ্যাসিস্ট্যান্ট কনস্টেবল মঙ্গলু। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁদেরও মৃত্যু হয়৷ ভাগ্যের ফেরে কোনওক্রমে বেঁচে যান ক্যামেরা সহকারী মর্মুকুট শর্মা৷ এই ঘটনার ইতিমধ্যেই আতঙ্কের পরিবেশ তৈরি করেছে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের উপরে৷ নির্বাচন ভেস্তে দেওয়া এবং ভয়ের পরিবেশ তৈরির উদ্দেশ্যেই মাওবাদীদের এই বাড়বাড়ন্ত বলে স্বীকার করে নিচ্ছে প্রশাসন৷ পুলিশকর্মীদের পাশাপাশি একজন সাংবাদিকের মৃত্যু ঘটনাকে আরও ভারাক্রান্ত করে তুলেছে৷
[রাফালে ধাক্কা কেন্দ্রের, ১০ দিনের মধ্যে দাম জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের]
জঙ্গলের মধ্যে যখন তাঁদের চারপাশ থেকে ঘিরে নিয়েছিল মাওবাদীরা, তখনই তাদের নজর এড়িয়ে একটি ভিডিও শুট করেন হামলায় কোনওক্রমে বেঁচে যাওয়া মর্মুকুট শর্মা৷ যেখানে মায়ের উদ্দেশ্যে কিছু বার্তা দেন তিনি৷ ঘটনার একদিন পরে সেই ভিডিওই ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিওটিতে মর্মকুটকে বলতে শোনা গিয়েছে, “…মা আমি তোমাকে খুব ভালবাসি৷ হয়তো এই হামলায় আমার মৃত্যু হবে, কারণ পরিস্থিতি একদমই ঠিক নেই৷ মৃত্যুকে সামনে থেকে দেখেও ভয় লাগছে না আমার৷”
He thought these were his last moments. But he survived….. #DDNews video journalist Mor Mukut Sharma shared his heart-wrenching ordeal as the dastardly #naxal attack in #Dantewada was underway.
A salute to his bravery and courage even in the face of death pic.twitter.com/6LvaFnugn9— Doordarshan News (@DDNewsLive) October 31, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.