Advertisement
Advertisement
বলি

তান্ত্রিকের প্ররোচনায় উলঙ্গ হয়ে যজ্ঞ শিক্ষকের, শিশু বলি রুখতে গুলি চালাল পুলিশ

শিশুর পরিজনদের নগ্ন অবস্থায় তান্ত্রিকের সঙ্গে যাগযজ্ঞ করতে দেখেন প্রতিবেশীরা৷

School teacher tries to sacrifice child, locals stopped him
Published by: Sayani Sen
  • Posted:July 7, 2019 11:02 am
  • Updated:July 7, 2019 11:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একুশ শতকেও শিশুবলির প্রস্তুতি! দুধের শিশুকে প্রাণে বাঁচাতে গিয়ে বাধ্য হয়ে গুলিও চালাতে হয় পুলিশকে৷ গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছে দু’জন৷এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল অসমের উদালগুড়ির গণকপাড়া গ্রাম৷ ইতিমধ্যেই পুলিশ তান্ত্রিক-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে৷

স্থানীয় এক শিক্ষকের বাড়িতে যাগযজ্ঞের আভাস পান প্রতিবেশীরা৷ তবে ঠিক কী হচ্ছে তা বুঝতে পারেননি তাঁরা৷ উৎসুক বেশ কয়েকজন আচমকাই শিক্ষকের বাড়িতে গিয়ে উপস্থিত হন৷ ঘরের ভিতরের দৃশ্য দেখে হতচকিত হয়ে যান সকলেই৷ তাঁরা দেখেন, জ্বলছে যজ্ঞের আগুন৷ সামনেই মহিলা-পুরুষ নির্বিশেষ সকলেই নগ্ন অবস্থায় বসে হাতজোড় করে প্রার্থনা করছেন৷ রয়েছেন এক তান্ত্রিকও৷ পর মুহূর্তেই তাঁরা দেখেন ওই পরিবারের বছর তিনেকের শিশুকে বলি দেওয়ার চেষ্টা করছে তান্ত্রিক এবং পরিবারের লোকজনেরা৷

Advertisement

[ আরও পড়ুন: গায়ে উত্তরীয় পরায় ট্রেনে উঠতে বাধা ৮২ বছরের বৃদ্ধকে, কাঠগড়ায় রেল]

শিশুবলিতে বাধা দিতে যান প্রতিবেশীরা৷ এ নিয়ে শিক্ষকের পরিবারের লোকজন, তান্ত্রিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন স্থানীয়রা৷ খবর দেওয়া হয় পুলিশ৷ এক মুহূর্ত সময় নষ্ট না করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ তবে ততক্ষণে প্রায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা৷ পুলিশকে দেখেই বাড়িতে থাকা ফ্রিজ, টিভি, মোটর বাইকে আগুন লাগিয়ে দেয় ওই শিক্ষকের পরিবারের লোকজনেরা৷ পুলিশকে লক্ষ্য করে বাসনপত্র ছুঁড়তে শুরু করে ওই পরিবারের লোকজনেরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সীমান্তবর্তী এলাকায় দৌড়ে আসে আধাসেনা৷ বেগতিক বুঝে বাধ্য হয়ে শূন্যে গুলি চালায় পুলিশ৷ পাঁচটি গুলি ছোঁড়া হয়৷ ঘটনাস্থলে থাকা শিক্ষক এবং তার ছেলে গুলিবিদ্ধ হয়৷ দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ অবশেষে বছর তিনেকের শিশুটিকে তান্ত্রিকের কবল থেকে উদ্ধার করে পুলিশ৷ এই ঘটনায় পুলিশ তান্ত্রিক-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে৷

[ আরও পড়ুন: ৬ বছরের শিশুকে ধর্ষণের পর পেটে কামড়, ফের নির্ভয়া কাণ্ডের ছায়া রাজধানীতে]

পুলিশ সূত্রে খবর, বহুদিন ধরে তান্ত্রিকের সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল ওই শিক্ষকের৷ মোক্ষলাভের আশাতেই নিজেদের শিশুকন্যাকে তান্ত্রিকের কথা মতো বলি দিতে চেয়েছিল তারা৷ ঘটনার আকস্মিকতায় হতবাক সকলেই৷ একুশ শতকের একজন শিক্ষকের পরিবারে কীভাবে দুধের শিশুকে বলিদানের তোড়জোড় করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement