সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের ফি দেওয়া হয়নি ছাত্রের। এই ‘অপরাধে’ তাকে মাটিতে বসতে বাধ্য করল স্কুল কর্তৃপক্ষ। পরিবারের অভিযোগ, সপ্তম শ্রেণির ওই ছাত্রকে মাটিতে বসে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলুস্থুল পড়ে গিয়েছে বাম শাসিত কেরলে (Kerala)। স্কুলের নিন্দায় মুখর হয়েছে আমজনতা। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।
অভিযুক্ত স্কুলটি রয়েছে কেরলের তিরুঅনন্তপুরমে। বিদ্যাধিরাজা বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির পড়ুয়ার অভিভাবকের দাবি, বৃহস্পতিবার বিজ্ঞান পরীক্ষার দিন হেনস্থা করা হয়েছে তাঁর পড়ুয়াকে। ওই দিন পরীক্ষা চালাকালীন ফি বকেয়া থাকা ছাত্রদের শনাক্ত করেন স্কুলের প্রধান শিক্ষক। এর পর ওই ছাত্রকে মাটিতে বসতে বাধ্য করা হয়।
ঘটনার পরেই স্কুলে অভিযোগ জানান ছাত্রের বাবা। শুরুতে অভিযোগ নিতে না চাইলেও শেষ পর্যন্ত প্রধান শিক্ষককে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ। ছাত্রের বাবা জানিয়েছেন, বন্ধুদের সামনে অপমানিত ছেলে আর ওই স্কুলে যেতে রাজি নয়। বাম শাসিত কেরলে এমন ঘটনায় হুলুস্থুল পড়ে গিয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন খোদ কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি। শিক্ষা দপ্তরে রিপোর্ট জমা পড়লেই ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে, জানিয়েছে শিক্ষা দপ্তর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.