Advertisement
Advertisement

Breaking News

গাজিয়াবাদে ভুল লেনে স্কুলবাস, গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই শিশু-সহ ৬

বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

School Bus Rams Car in Uttar Pradesh and 6 Died | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:July 11, 2023 1:34 pm
  • Updated:July 11, 2023 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদ শহরে। স্কুলবাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই শিশু-সহ ৬ জনের। মঙ্গলবার ভোরে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে ওই দুর্ঘটনা ঘটে। স্কুলবাসটি এক্সপ্রেসওয়ের ভুল লেন ধরে যাচ্ছিল বলে অভিযোগ। এর ফলেই নিয়ন্ত্রণ হারায় উলটো দিক থেকে তীব্র গতিতে ছুটে আসা এসইউভি গাড়ি। ফলে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয়েছে ৬ জনের। গুরুতর আহত হয়েছেন ২ জন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসইউভি গাড়িটি গুরুগ্রামের দিকে যাচ্ছিল। প্রশ্ন উঠছে, বাসটি কেন ভুল লেন ধরে যাচ্ছিল! অভিযোগ, প্রায় ৯ কিলোমিটার রাস্তায় ভুল লেন ধরেই ছুটছিল বাসটি। ইতিমধ্যে বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ আধিকারিকদের বক্তব্য, ‘দুর্ঘটনার জন্য বাসচালকই দায়ী’। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন সরকারি আধিকারিকদের।

Advertisement

[আরও পড়ুন: ‘যত মত তত পথ’ নিয়ে বিদ্রুপ! এইচজি অমোঘ লীলা প্রভুজিকে নিষিদ্ধ করল ইসকন]

গাজিয়াবাদের ডিসিপি দেহাত শুভম পটেল বলেন, “দুর্ঘটনায় জখম হন ৮ জন। এদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেরা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে।” তিনি আরও জানান, দুর্ঘটনার অভিঘাত এত বেশি ছিল যে গাড়ির দরজা কেটে আহতদের উদ্ধার করা হয়েছে।

[আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে মামলা শুনবে সুপ্রিম কোর্ট, শুনানি আগস্টে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement