Advertisement
Advertisement

জিপিএস চিপের ভয়, নয়া নোট খরচ না করে পাকড়াও ডাকাত

ছিল গুজব৷ কিন্তু আদতে দেখা গেল তা কাজের কাজই করেছে৷

Scared Of 'GPS Chip' Inside New Notes, Robbers Don't Spend Cash, Arrested From Delhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 28, 2016 1:10 pm
  • Updated:December 28, 2016 1:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিল গুজব৷ কিন্তু আদতে দেখা গেল তা কাজের কাজই করেছে৷ নতুন ২০০০ টাকার নোটে জিপিএস চিপ ছিল বলে খবর রটেছিল৷ পরে রিজার্ভ ব্যাঙ্ক জানায় সে খবর ভুল৷ কিন্তু ভুল ভাঙেনি ডাকাতদের৷ ফলে নতুন নোট খরচ না করে রেখেই দিয়েছিল নিজেদের কাজে৷ আর সে সুযোগ কাজে লাগিয়েই তাদের পাকড়াও করল পুলিশ৷

ঘটনা দিল্লির পাণ্ডব নগর এলাকার৷ ডাকাতির মূল পাণ্ডা ছিল বিট্টু নামে বছর ২৯-এর যুবক৷ পেশায় গাড়িচালক৷ তবে মাঝেমধ্যে এটিএমের সামেন পাহারা দিতেও দেখা যেত তাকে৷ বিশেষত যখন টাকা ভরার কাজ চলত৷ সেই সময়ই ডাকাতির ছক কষে সে৷ সঙ্গী হয় আরও দুজন৷ বেশ কয়েকদিন তারা টাকাভর্তি গাড়ির উপর নজরদারি চালায়৷ তারপর একটা বাইক নিয়ে বদলে ফেলা হয় নম্বর প্লেট৷ কাজ হাসিল হয় গত ১৯ ডিসেম্বর৷ প্রতাপগঞ্জ এলাকায় রক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুঠ করে তারা৷ কিন্তু বাধ সাধল গুজব৷ তারা জানত, নতুন নোটে জিপিএস চিপ আছে৷ যেখানেই সে টাকা থাকুক না কেন, ঠিক তার হদিশ মিলবে৷ এমনকী মাটির তলায় গেলেও রক্ষা নেই৷ সেই ভয়েই নতুন নোট খরচ করতে ভয় পেয়েছিল তিন ডাকাত৷ সূত্র মারফত খবর পেয়ে জাল পাতে পুলিশ৷ নতুন নোট গছিয়ে দেওয়ার আশায় আসে তিন যুবক৷ তখনই তাদের পাকড়াও করা হয়৷ পুলিশের চারটি দল হন্যে হয়ে খুঁজছিল এই ডাকাতদের৷ অবশেষে এক শপিং মল থেকে গ্রেপ্তার করা হয় তাদের৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement