প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঞ্চল্যকর অপরাধে শোরগোল বিহারে (Bihar)। নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করলেই পুরুষরা পাবেন কয়েক লক্ষ টাকা, প্রতারণার এই ফাঁদে রেজিস্ট্রেশনের নামে গায়েব হত হাজার হাজার টাকা। এমন ঘটনায় নীতীশ কুমারের রাজ্যে এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনলাইনে বেশ কিছুদিন ধরেই রমরম করে চলছিল এই অবৈধ ব্যবসা। অভিযুক্ত বিহারের নওয়াদা এলাকায় ‘অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব এজেন্সি’ নামের একটি সংস্থা। মহিলাদের গর্ভবতী করার এই ব্যবসায় পুরুষদের ১৩ লক্ষ টাকা রোজগারের প্রস্তাব দেওয়া হত। কীভাবে প্রতারণা চলছিল?
তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তরা নিঃসন্তান মহিলাদের ছবি অনলাইনে সংগ্রহ করত। ওই মহিলাদের গর্ভবর্তী করার জন্য পুরুষদের প্রস্তাব দেওয়া হত। সেক্ষেত্রে অফার ছিল, গর্ভবতী হলে ১৩ লক্ষ টাকা, এমনকী না হলেও ৫ লক্ষ টাকা করে পাবেন ওই পুরুষরা। যদিও পুরো বিষয়টাই ছিল ভাওতা। উলটে অভিযুক্তরাই রেজিস্ট্রেশনের নামে অনলাইনে ৭৯৯ টাকা দাবি করত। এরপর সিকিউরিটি ফি’র অছিলায় নেওয়া হত ৫ থেকে ২০হাজার টাকা অবধি।
সম্প্রতি একটি অভিযোগ পেয়ে বিহারের নওয়াদা এলাকায় এই চক্রের সঙ্গে যুক্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও মূল চক্রী মুন্না ফেরার। ধৃতদের জেরা করে গোটা চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.