Advertisement
Advertisement

Breaking News

বাবরি কাণ্ডে বাদ নয় আদবানির নাম, জানাল সুপ্রিম কোর্ট

প্রবীণ বিজেপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ছিল৷ যা...

SC to revive charges against LK Advani in Babri demolition case
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 6, 2017 10:17 am
  • Updated:March 6, 2017 10:17 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি বিরুদ্ধে থাকা অভিযোগগুলি খারিজ করা যাবে না৷ সোমবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷

নয়া নিয়ম SBI-এর, টাকা জমা দিলেও এবার দিতে হবে বাড়তি চার্জ

Advertisement

১৯৯২ সালে ডিসেম্বর মাসে বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র করেছিলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আদবনি, এমনই অভিযোগ উঠেছিল রায়বেরিলির এক নিম্ন আদালতে৷ মামলায় নাম ছিল মুরলি মনোহর যোশি ও উমা ভারতীর মতো ব্যক্তিত্বদেরও৷ বহু আগেই সেই অভিযোগ খারিজ করে দিয়েছিল নিম্ন আদালত৷ ২০১০ সালের মে মাসে নিম্ন আদালতের রায়কে সমর্থন জানিয়েছিল এলাহাবাদ হাই কোর্টও৷ সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে যায় সিবিআই৷ যার পরিপ্রেক্ষিতে জানিয়ে দেওয়া হয়, আদবানিকে এই মামলা থেকে মুক্তি দেওয়া সম্ভব নয়৷ ‘টেকনিক্যাল গ্রাউন্ড’-এ এটি করা যাবে না৷

জানেন, দেশের কোন শহরে প্রথম পড়ে সূর্যের আলো?

জানা গিয়েছে, শীর্ষ আদালতের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন আদবানির আইনজীবী৷ তাঁর যুক্তি, ষড়যন্ত্রের মামলা আবার উঠলে ১৮৩ জন সাক্ষীকে আবার আদালতে এনে উপস্থিত করতে হবে৷ প্রসঙ্গত, বাবরি মসজিদ ধ্বংসের আরও একটি মামলা চলছে লক্ষাধিক করসেবকদের বিরুদ্ধে৷ যার মীমাংসা এখনও হয়নি৷ মামলায় অভিযুক্তদের মধ্যে নাম ছিল শিবসেনা প্রধান বাল ঠাকরেরও৷ তবে তাঁর মৃত্যুর পর সেই অভিযোগ তুলে নেওয়া হয়৷

বিক্রান্তের পর আজ অবসর নিচ্ছে আইএনএস বিরাট

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement