সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শশী থারুরের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কংগ্রেস সাংসদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিছে’র সঙ্গে তুলনা করেছেন। এর আগে থারুর দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু আবেদন খারিজ করে দিয়েছিল উচ্চ আদালত। সেই সঙ্গেই মঙ্গলবার ট্রায়াল কোর্টে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু সুপ্রিম রায়ের পর তার আর প্রয়োজন রইল না।
২০১৮ সালে শশী থারুর মোদিকে ‘শিবলিঙ্গে বসে থাকা বিছে’ বলে মন্তব্য করেন। যদিও তাঁর আইনজীবী মহম্মদ আলি খান বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চের কাছে দাবি করেন, এই মন্তব্য ২০১২ সালে করেছিলেন জনৈক আরএসএস নেতা। ক্যারাভান পত্রিকায় তা প্রকাশিত হয়েছিল। সেই মন্তব্যটিই শশী থারুর উদ্ধৃত করেছেন বলে দাবি তাঁর আইনজীবীর।
এমনকী, পত্রিকার সামনে ওই মন্তব্য করার পর একটি টিভি চ্যানেলেও একই মন্তব্য করেছিলেন ওই নেতা, এমনও দাবি করেছেন তিনি। তাঁর প্রশ্ন, যখন ২০১২ সালে একথা বলা হল তখন তা অবমাননামূলক হল না। তাহলে ২০১৮ সালে শশী উদ্ধৃত করার পর তা অবমাননামূলক হয়ে গেল কী করে। তিনি এও উল্লেখ করেন, মানহানির মামলায় কিন্তু ওই ম্যাগাজিন কিংবা নেতার নামোল্লেখও করেননি মামলাকারী বিজেপি নেতা রাজীব বব্বর।
এর পরই সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় বলেন, ”এটা একটা রূপক। এখানে রূপক সেই ব্যক্তির অপরাজেয়তাকেই প্রকাশ করছে।” তাঁর পালটা প্রশ্ন, ”আমি বুঝতে পারছি না কেন কোনও কোনও ব্যক্তি এতে আপত্তি করছেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.