Advertisement
Advertisement

জঙ্গলমহলে ৩ বিজেপি কর্মীর মৃত্যুতে রাজ্যের কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

বিজেপির তরফে সিবিআই তদন্তের দাবি৷

SC seeks Centre, WB Govt's reply on BJP workers murder
Published by: Kumaresh Halder
  • Posted:August 24, 2018 8:56 pm
  • Updated:August 24, 2018 8:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত মামলার রায় পক্ষে গেলেও বিজেপি কর্মীর মৃত্যু তদন্তে চূড়ান্ত অস্বস্তিতে রাজ্য সরকার৷ জঙ্গলমহলে তিন বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল সর্বোচ্চ আদালত৷ বিচারপতি একে শিকারি ও অশোক ভূষণের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার বিজেপির তরফে কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি জানানো হয়৷ জঙ্গলমহলে রাজনৈতিক খুনের তদন্ত এখন সিআইয়ের হাতে রয়েছে বলেও পালটা সওয়াল করা হয়৷ উভয় পক্ষের সওয়াল জবাব শুনে রাজ্যের কাছ থেকে গোটা ঘটনার রিপোর্ট তলব করে আদালত৷

[বাজপেয়ীর স্মরণসভার মঞ্চেই হাসিঠাট্টা দুই মন্ত্রীর, ভাইরাল ভিডিও]

এদিন বিজেপির আইনজীবী গৌরব ভাটিয়া আদালতে সওয়াল-জবাব পর্বে দাবি করেন, পশ্চিমবঙ্গে তিন বিজেপি কর্মী শক্তিপদ সরকার, ত্রিলোচন মাহাতো ও দুলাল কর্মকারের মৃত্যুর ঘটনা একে অপরের সঙ্গে যুক্ত৷ তাঁর অভিযোগ, এই তিনটি পরিবার যখন থানায় অভিযোগ জানাতে গিয়েছিল, তখন তাঁদের অভিযোগ না নিয়ে ফিরিয়ে দিয়েছিল পুলিশ৷ ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের হুমকিও দেওয়া হয়েছে বলে এজলাসে সওয়াল করেন বিজেপির আইনজীবী৷ অবিলম্বে এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার আর্জিও জানান গৌরব৷ এমনকী, ক্ষতিপূরণ বাবদ রাজ্যকে নিহত তিন বিজেপি কর্মীকে ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা জানান৷ বিজেপির আইনজীবীর বিরুদ্ধে পালটা সওয়ালও করেন রাজ্যের আইনজীবী৷ গোটা বিষয়টি সিআইডি ও রাজ্য পুলিশ তদন্ত করছে৷ এর মাঝে সিবিআই তদন্তের কোনও প্রয়োজনই নেই বলেও জানান রাজ্যের আইনজীবী৷

Advertisement

[কেরলের ত্রাণে ৭০০ কোটি, বিজয়নের দাবি উড়িয়ে দিল আমিরশাহি]

যদিও, এর আগেও পুরুলিয়ায় কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত৷ পঞ্চায়েত নির্বাচনের পর পুরুলিয়ায় পরপর তিন বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জাতীয় রাজনীতির ময়দানে৷ বিজেপির দাবি, পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে দলের ভরাডুবি হওয়ায় তাদের একের পর এক কর্মীকে খুন করে এলাকায় সন্ত্রাসের পরিবেশ কায়েম করতে চাইছে তৃণমূল৷ এই ঘটনার বিরুদ্ধে একলাফে সুপ্রিম কোর্টে মামলা ঠোকে বিজেপি৷ এদিন ছিল এই মামলার শুনানি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement