Advertisement
Advertisement

রোহিঙ্গাদের এখনই ফেরত নয়, মোদি সরকারকে জানাল সুপ্রিম কোর্ট

মানবাধিকারের বিষয়টি অগ্রাহ্য করা যাবে না, মত সর্বোচ্চ আদালতের।

SC says no to Rohingya deportation till next hearing
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 13, 2017 11:23 am
  • Updated:October 13, 2017 11:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিঙ্গা মুসলিমদের মায়ানমারে ফেরত পাঠানোর প্রসঙ্গে মোদি সরকারকে থামাল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই সংক্রান্ত শুনানি শেষে সর্বোচ্চ আদালত জানাল, দেশের নিরাপত্তার বিষয়টি অগ্রাহ্য করা হবে না। কিন্তু রোহিঙ্গাদের মানবাধিকারের দিকটিও অবহেলার নয়। এ বিষয়ে সাম্যে পৌঁছতে হবে। তাই পরবর্তী শুনানির আগে পর্যন্ত এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত যেন না নেয় সরকার।

বাজি নিষিদ্ধ নিয়ে কেন সাম্প্রদায়িক রাজনীতি? ব্যথিত সুপ্রিম কোর্ট ]

Advertisement

মায়ানমারে রোহিঙ্গা নিধন পর্ব শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতে পালিয়ে এসেছেন বহু রোহিঙ্গা। কিন্তু জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে রোহিঙ্গারা বিপজ্জনক বলেই দাবি করেছিল কেন্দ্র। রোহিঙ্গাদের সঙ্গে আইসিসি জঙ্গি গোষ্ঠীর সরাসরি যোগাযোগ আছে বলেই জানা গিয়েছিল। বস্তুত, রোহিঙ্গা বিতাড়নের দায়ে মায়ানমারকে কড়া মাশুল দিতে হবে বলে হুমকি দিয়েছিল আল কায়দাও। সুতরাং রোহিঙ্গাদের দেশে আশ্রয় দেওয়ার অর্থ জাতীয় নিরাপত্তাকে বিপদের মুখে ফেলে দেওয়া। কেন্দ্রে অভিযোগ ছিল, রোহিঙ্গারা হাওয়ালা মারফত বিদেশে জঙ্গিদের টাকা পাঠাচ্ছে। এছাড়া আধার কার্ড জাল করা থেকে শুরু করে নানা অপরাধমূলক কাজে তারা জড়িত। তাই রোহিঙ্গাদের দেশে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকরা। রাষ্ট্রসংঘ মানবিকতার প্রসঙ্গ টানলে সেখানেও একই যুক্তি দেওয়া হয়েছিল। এবং এই মর্মে হলফনামা জমা দেওযা হয়েছিল সুপ্রিম কোর্টে।

 আপনার আধার নম্বরটি কি বৈধ? রইল সেটা জানার পদ্ধতি ]

এই সংক্রান্ত শুনানিতেই আজ সুপ্রিম কোর্ট জানাল, এখনই রোহিঙ্গাদের ফেরানো যাবে না। কেননা বিষয়টি এতটা সহজ নয়। বরং এ সমস্যা অনেক ব্যাপক মাত্রার। বিষয়টির সঙ্গে মানবাধিকারের প্রশ্ন জড়িত। তা বলে কখনওই দেশের নিরাপত্তার সঙ্গে আপোস করা হবে না। কিন্তু মানবাধিকারও ক্ষুণ্ণ করা হবে না। এই দুয়ের মধ্যে সাম্যে পৌঁছতে হবে। তাই যতদিন না এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে ততদিন রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উপর স্থগিতাদেশ জারি করল সর্বোচ্চ আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement