Advertisement
Advertisement
SC

পথ দুর্ঘটনায় ‘ক্যাশলেস চিকিৎসা’ কার্যকরে দেরি, সুপ্রিম তোপের মুখে কেন্দ্র

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের সচিবকে তলব করেছে সুপ্রিম কোর্ট।

SC reprimands centre delay cashless treatment accident victims

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:April 9, 2025 4:58 pm
  • Updated:April 9, 2025 4:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় আহতদের জন্য ক্যাশলেস সুবিধা চালু না করার সুপ্রিম কোর্টের তোপে মুখে মোদি সরকার। কেন সরকার এই প্রকল্প বাস্তবায়িত করতে দেরি করছে? তা জানতে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের সচিবকে তলব করেছে সুপ্রিম কোর্ট।

Advertisement

গত ১৪ মার্চের মধ্যে সড়ক দুর্ঘটনায় আহতদের ক্যাশলেস চিকিৎসার সুবিধা চালু করতে সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা কার্যকর করেনি কেন্দ্র। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ আদালত জানায়, আদালতের নির্দেশ অমান্য করা গর্হিত অপরাধ। ১৪ মার্চের সময়সীমা শেষ হয়েছে গিয়েছে। সরকার এখনও এই বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি। কেন্দ্র কেন নির্দেশ অমান্য করেছে তার ব্যাখ্যা চেয়েছে শীর্ষ আদালত। এই বিষয়ে আগামী ২৮ এপ্রিল কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের সচিব-সহ ঊর্ধ্বতন কর্তাদের আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে বিচারপতি বলেন, আমাদের এতদিনের অভিজ্ঞতায় আমরা দেখেছি যখনই আমরা আদালত কক্ষে শীর্ষ কর্তাদের তলব করি, তখনই আদালতের নির্দেশকে গুরুত্ব সরকারে পালন করা হয়। অন্যথায় গাফিলতি চলতেই থাকে। তবে কেন্দ্রকে স্পষ্টভাবে জানাতে চাই, এটা চলতে পারে না, যদি সরকার এই বিষয়ে পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে আদালত অবমাননার নোটিস জারি করব আমরা। চিকিৎসা না পেয়ে মানুষ প্রাণ হারাচ্ছেন এটা মেনে নেওয়া যায় না।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে আদালতের তরফে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছিল সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বিশেষ কোনও প্রকল্প চালু করার জন্য। বিশেষ করে, দুর্ঘটনার প্রথম এক ঘণ্টা (যাকে গোল্ডেন আওয়ার বলা হয়) আহত প্রাণ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গাফিলতি ও আইনি জটিলতার ভয়ে মানুষ আহতকে ফেলে চলে যান। এই সময়ে আহতরা যাতে চিকিৎসা পান তার জন্য ক্যাশলেস সুবিধা চালুর কথা জানায় আদালত। সেই মতো কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি প্রকল্পের কথা ঘোষণাও করে দেন। তবে এখনও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub