ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএনএক্স মিডিয়া মামলায় শীর্ষ আদালতে বড় ধাক্কা খেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম৷ ইডির গ্রেপ্তারি এড়াতে সুপ্রিম কোর্টে আগাম জামিনের যে মামলা করেছিলেন এই শীর্ষ কংগ্রেস নেতা, বৃহস্পতিবার তা খারিজ করে দিলেন বিচারপতি৷ বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী৷ এই রায়ের পর ইডির পক্ষে চিদম্বরমের গ্রেপ্তারিতে কোনও বাধা রইল না৷
[ আরও পড়ুন: প্রশস্ত পর্যটনের পথ, কাশ্মীর ও লাদাখে ট্যুরিস্ট রিসর্ট বানাবে মহারাষ্ট্র সরকার ]
রায়দানের সময় বিচারপতি সাফ জানালেন, তদন্তের এই পর্যায়ে এসে আগাম জামিন দেওয়া মানে, তা তদন্তকে ব্যাঘাত ঘটানো…আর্থিক দুর্নীতির মামলাকে হালকা ভাবে দেখা উচিত নয়৷ এই মামলায় আগাম জামিন মঞ্জুর করা সম্ভবপর নয়৷ তবে এত কিছুর পরেও চিদম্বরমের জন্য একটা স্বস্তির জায়গা রয়েছে৷ কারণ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর জন্য জামিনের রাস্তা খোলা রেখেছে শীর্ষ আদালত৷
[ আরও পড়ুন: পচা-গলা মৃতদেহ শনাক্তকরণে নাজেহাল পুলিশ, ‘ববি দেওল’ই একমাত্র ভরসা! ]
দীর্ঘ টানাপোড়েনের পর গত ২১ আগস্ট রাতে আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় চিদম্বরমকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এরপর আগাম জামিনের আবেদন জানালেও দিল্লি হাই কোর্ট তা খারিজ করে দেয়। সিবিআই হেফাজতে একটি স্যুটের মধ্যে রেখেছেন তাঁকে। সম্প্রতি তাঁকে দু’দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছে আদালত৷ প্রাক্তন অর্থমন্ত্রী নিজে আদালতে দাবি করেছেন, সিবিআইয়ের প্রায় চারশোর বেশি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। এমনকী, সিবিআইয়ের আইনজীবীও একপ্রকার স্বীকার করে নেন, যে চিদম্বরমকে জিজ্ঞাসাবাদের মতো আর কোনও প্রশ্ন নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তা সত্ত্বেও, আদালত চিদম্বরমকে দু’দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে প্রাক্তন অর্থমন্ত্রীকে।
Supreme Court rejects an appeal of Congress leader P Chidambaram against the Delhi High Court’s order rejecting his anticipatory bail plea in a case being probed by Enforcement Directorate (ED) in INX Media case. pic.twitter.com/A5sYeoBQ0g
— ANI (@ANI) September 5, 2019
Supreme Court says, “Granting anticipatory bail at the initial stage may frustrate the investigation….It’s not a fit case to grant anticipatory bail. Economic offences stand at different footing and it has to be dealt with different approach.” https://t.co/L3j8ET8a6i
— ANI (@ANI) September 5, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.