সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিটফান্ড তদন্তে কোনও রকম নজরদারি চালানো হবে না। এই সংক্রান্ত এক আবেদন খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের নজরদারিতে চলুক চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত। এই আবেদন জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন একদল আমানতকারী। সেই শুনানিতে এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সারদা, রোজভ্যালির মতো বেআইনি অর্থলগ্নিকারী সংস্থার আর্থিক কেলেঙ্কারি তদন্তে কোনওভাবেই নজরদারি করা হবে না। যে সংস্থার কাঁধে এই তদন্তভার, সেই সংস্থার উপরেই সম্পূর্ণ আস্থা রাখতে হবে।
হাইপ্রোফাইল সারদা কেলেঙ্কারি ছাড়াও লোকসভা নির্বাচনের আগে অন্যান্য ছোটখাটো বেআইনি অর্থলগ্নি সংস্থার আর্থিক তছরূপের তদন্ত গুটিয়ে আনতে চাইছে সিবিআই। ফলে গতি বেড়েছে তদন্ত প্রক্রিয়ার।এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের আজকের পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তদন্ত প্রক্রিয়ায় নজরদারিতে ‘না’ করে সুপ্রিম কোর্ট আসলে সিবিআইয়ের স্বশাসন এবং কার্যপদ্ধতির ওপরেই ভরসা রাখল বলে মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.