Advertisement
Advertisement
CPR

স্কুলের পাঠক্রমে বাধ্যতামূলক হবে CPR প্রশিক্ষণ? কী বলল সুপ্রিম কোর্ট

শিক্ষা নীতির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

SC refuses to entertain plea seeking CPR training in school curriculum | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 28, 2023 8:41 pm
  • Updated:November 28, 2023 8:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড পরবর্তীকালে বাড়ছে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। এই অবস্থায় স্কুলে সিপিআর (CPR) প্রশিক্ষণ বাধ্যতামূলকের নির্দেশিকা দিক সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার এই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, এটা শিক্ষা নীতির বিষয়। কোনও স্কুল কার্ডিওপালমোনারি রিসাসিটেশন প্রশিক্ষণ সিলেবাসে অন্তর্ভুক্ত করতেই পারে। তবে তা বাধ্যতামূলকের নির্দেশিকা জারি করতে পারে না আদালত। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেন, “এমন বহু বিষয় রয়েছে, যা পড়ুয়াদের শেখা উচিত। তাই বলে আদালত সেই সব কিছু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিতে পারে না।” প্রধান বিচারপতি ছাড়াও বর্তমান মামলার শুনানি ছিল বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং মনোজ মিশ্রার বেঞ্চে। তিন বিচারপতির বেঞ্চের বক্তব্য, “ওদের (শিশুদের) পরিবেশ সম্পর্কে শেখা উচিত। সৌভ্রাতৃত্ব সম্পর্কে শেখা উচিত। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন সম্পর্কেও শিখতে হবে শিশুদের।”

Advertisement

 

[আরও পড়ুন: জামিনের আর্জি ধৃত ‘অসুস্থ’ মন্ত্রীর, ‘গুগলে দেখেছি গুরুতর কিছু নয়’, মন্তব্য বিচারপতির]

বর্তমান মামলাটি করেন রাঁচি নিবাসী এক ব্যক্তি। তাঁর আইনজীবীর বক্তব্য ছিল, কোভিডের পড়ে আকস্মিক হৃদরোগ বেড়েছে। আজকের দিনের জলজ্যান্ত সমস্যা। বিচারপতিদের বক্তব্য, “এমন একাধিক সমস্যা রয়েছে সমাজে। তাই বলে আপনি স্কুলের সিলেবাস নিয়ে কথা বলতে পারেন না।” এর পরেই বিচারপতিদের বেঞ্চের তরফে বলা হয়, “শিশুদের ধূমপান করা উচিত নয়, এটি সর্বজন গ্রাহ্য বিষয়। তাই বলে কি এই বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট আইন প্রয়োগ করবে। এটা শিক্ষা নীতির বিষয়। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে একমাত্র সরকার।”

 

[আরও পড়ুন: ক্যামেরা না থাকলে বিপদে দেখা মেলে না মোদির! উত্তরকাশী কাণ্ডে কার্টুন-কটাক্ষ কংগ্রেসের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement