Advertisement
Advertisement
Supreme Court

যা হচ্ছে আইন মেনেই হচ্ছে, উত্তরপ্রদেশে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় আপত্তি নেই সুপ্রিম কোর্টের

জামিয়াত উলেমা-ই-হিন্দের মামলার ভিত্তিতে এই মন্তব্য শীর্ষ আদালতের।

SC refuses stay order on bulldozer demolition at Uttar Pradesh | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 13, 2022 6:20 pm
  • Updated:July 13, 2022 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনি নির্মাণ ভেঙে ফেলার ঘটনায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। সম্প্রতি উত্তরপ্রদেশে বুলডোজার দিয়ে বেআইনি ভাবে তৈরি করা বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। সেই বিষয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেছিল জামিয়াত উলেমা-ই-হিন্দ। কিন্তু সেই আরজি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, যদি কোনও বাড়ি বেআইনি ভাবে তৈরি হয়, তাহলে প্রশাসনের অধিকার আছে যথাযথ ব্যবস্থা নেওয়ার। তাই তাদের কাজে স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয়।

বিচারপতি বিআর গভয় এবং পিএস নরসিমার বেঞ্চ জানিয়েছে, “আমরা আর কী রায় দিতে পারি? সকলকেই আইনের শাসন মেনে চলতে হবে। সেই আইনের ঊর্ধ্বে উঠে রায় দেওয়া যায় না। তাই প্রশাসন যদি আইন মেনে পদক্ষেপ করে, সেখানে আমরা বাধা দিতে পারি না।” প্রসঙ্গত, নূপুর শর্মার মন্তব্য ঘিরে ব্যাপক অশান্তি হয় উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। সেই হিংসায় মূল অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল কানপুর প্রশাসন। সেই ঘটনার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল জামিয়াত।

Advertisement

[আরও পড়ুন: এবার ১৮ ঊর্ধ্বদেরও বিনামূল্যে দেওয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ, সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার]

সংগঠনের তরফে আইনজীবী দুশ্যন্ত দাভে সওয়াল করেন। তিনি বলেন, “প্রশাসনকে আইন মেনে কাজ করতে হবে। শুধুমাত্র কোনও অপরাধে অভিযুক্ত হওয়ার কারণে পৌর আইনের অপপ্রয়োগ করা, এটা চলতে পারে না। মহামান্য আদালতকে ন্যায় বিচার করতে হবে।” এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন দাভে। এই বিষয়ে কথা বলতে গিয়ে অসমের একটি ঘটনার কথা উল্লেখ করেন তিনি। সেখানেও খুনের দায়ে অভিযুক্ত এক ব্যক্তির বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় স্থানীয় প্রশাসন। দিল্লির জাহাঙ্গিরপুরীতে বুলডোজার চালানোর ঘটনায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পরেও কাজ বন্ধ হয়নি। সেই কোথাও মনে করিয়ে দেন দাভে।

সওয়াল জবাবের সময় কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, যথাযথ আইন মেনেই বাড়ি ভাঙা হয়েছে। তার আগে বাড়ির মালিককে নোটিস দেওয়া হয়েছে। তাই এই বিষয়ে আলোচনা করে বিষয়টিকে অহেতুক গুরুত্ব দেওয়ার দরকার নেই। আপাতত শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, বেআইনি ভাবে তৈরি করা বাড়ি ভাঙার উপরে স্থগিতাদেশ দেওয়া যাবে না। আগামী ১০ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে।

[আরও পড়ুন: ১৫ দফা আলোচনায় মেলেনি সমাধান, লাদাখ নিয়ে ফের সেনা বৈঠক ভারত-চিনের]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement