Advertisement
Advertisement
Mumbai college

হিজাব, বোরখায় নিষেধাজ্ঞা মুম্বইয়ের কলেজে! কী বলছে সুপ্রিম কোর্ট?

কেন তিলক বা টিপ পরে আসায় নিষেধাজ্ঞা নয়, প্রশ্ন শীর্ষ আদালতের।

SC partly stays Mumbai college's order banning hijab, burqa inside college campus

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:August 9, 2024 8:48 pm
  • Updated:August 9, 2024 8:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজাব, বোরখা, টুপি ও নাকাব জাতীয় ধর্মীয় পরিচয়বাহী পোশাক পরে কলেজ চত্বরে প্রবেশ করা যাবে না। মুম্বইয়ের (Mumbai) দুটি কলেজে এমনই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্তে আংশিক ভাবে সেই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়ে দিল, ছাত্রীদের পূর্ণ স্বাধীনতা রয়েছে ইচ্ছেমতো পোশাক পরে আসার। কলেজ এখানে জোর করতে পারে না। এই মামলার আগামী শুনানি রয়েছে নভেম্বরে।

এদিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দেয়,”এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আপনি হঠাৎই ঘুম ভেঙে জানতে পারলেন দেশে এত ধর্ম রয়েছে!” সেই সঙ্গে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, কেন তিলক বা টিপ পরে আসায় নিষেধাজ্ঞা জারি করা হল না। যদি কর্তৃপক্ষ পড়ুয়াদের ধর্মীয় পরিচয় প্রকাশেই আপত্তি করে এই নিষেধাজ্ঞা জারি করে থাকে, তাহলে এগুলিকে কেন অব্য়াহতি দেওয়া হল। পাশাপাশি বিচাপতিদের আরও প্রশ্ন, ”পড়ুয়াদের ধর্মীয় পরিচয় কি তাঁদের নাম থেকে পাওয়া যায় না?”

Advertisement

[আরও পড়ুন: প্রেসিডেন্সিতে সংরক্ষিত থাকবে পড়ুয়া বুদ্ধর স্মৃতিবিজড়িত নথি]

তবে এরই সঙ্গে শীর্ষ আদালত পরিষ্কার দিয়েছে বোরখা ক্লাসরুমে ছাত্রীরা বোরখা পরে থাকতে পারবে না। এবং কলেজ চত্বরে কোনও ধর্মীয় আচার আচরণও করা যাবে না। পাশাপাশি দুই কলেজের পরিচালন সংস্থা ‘চেম্বুর ট্রম্বে এডুকেশন সোসাইটি’-কে নোটিস পাঠানো হয়েছে। কেন তারা ওই নির্দেশিকা জারি করেছিল সেবিষয়ে কৈফিয়ত চেয়েছে সুপ্রিম কোর্ট।

[আরও পড়ুন: স্কুলে এসেই যেন ছাত্রাবস্থায় ফিরে যেতেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব, স্মৃতিচারণায় শিক্ষকরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement