Advertisement
Advertisement

Breaking News

Mohammed Zubair

অবশেষে স্বস্তি, সুপ্রিম কোর্টে ‘রক্ষাকবচ’ পেলেন মহম্মদ জুবেইর!

একের পর এক FIR নিয়ে উদ্বিগ্ন বিচারপতিরা।

SC orders no further action against Mohammed Zubair in UP FIRs | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 18, 2022 8:59 pm
  • Updated:July 18, 2022 8:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন মঞ্জুর করছে আদালত। অথচ জেল থেকে বের হতে পারছেন না মহম্মদ জুবেইর ( Mohammed Zubair)। একের পর এক নতুন এফআইআর হচ্ছিল তাঁর বিরুদ্ধে। আর সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে জুবেইরকে জেলবন্দি থাকার নির্দেশ দিচ্ছিল আদালত। এই ‘যড়যন্ত্রে’র বিরুদ্ধে শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা। সোমবার সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন তিনি। আদালতের স্পষ্ট নির্দেশ, মহম্মদ জুবেইরের বিরুদ্ধে উত্তরপ্রদেশে দায়ের হওয়া ৫টি এফআইআরের ভিত্তিতে দ্রুত কোনও পদক্ষেপ করা চলবে না। মামলার পরবর্তী শুনানি ২০ জুলাই।

এদিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে জুবেইরের আবেদনের শুনানি হয়। তাঁর বিরুদ্ধে একের পর এক এফআইআর (FIR) দায়ের নিয়ে উদ্বিগ্ন বিচারপতিরা। তাঁদের পর্যবেক্ষণ, সীতাপুরে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে জামিন পেয়েছিলেন জুবেইর। দিল্লির মামলাতেও স্বস্তি পেয়েছেন। কিন্তু সেইসময় তাঁর বিরুদ্ধে নতুন করে FIR হয়েছে। কিন্তু এই এফআইআরগুলির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে কোনও পদক্ষেপ করা যাবে না বলে স্পষ্ট করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। একের পর এক এফআইআর দায়ের হওয়া বিষয়টিকে ‘দুষ্ট চক্র’ বলেও মন্তব্য করেছেন বিচারপতিরা। বিস্তারিতভাবে জুবেইরের আবেদনে শুনানি হবে আগামী ২০ তারিখ। ওই দিন অভিযোগপত্রগুলি খতিয়ে দেখতে পারে আদালত।

Advertisement

[আরও পড়ুন: বাংলার রাজ্যপাল পদে শপথ নিলেন লা গণেশন, হাজির মুখ্যমন্ত্রীও]

প্রসঙ্গত, মোট ছয়টি মামলা দায়ের করা হয়ে জুবেইরের বিরুদ্ধে। হাথরসের দু’টি মামলার পাশাপাশি সীতাপুর, লখিমপুর খেরি, গাজিয়াবাদ এবং মুজফ্ফরনগরে একটি করে মামলা দায়ের হয়েছে AltNews-এর সাংবাদিক মহম্মদ জুবেইরের বিরুদ্ধে। প্রসঙ্গত, গত মঙ্গলবার জুবেইরের জামিনের মেয়াদ বৃদ্ধি করেছিল সুপ্রিম কোর্ট। হিন্দুত্ববাদী নেতাদের ‘বিদ্বেষী’ বলে অভিহিত করেছেন জুবেইর, এই অভিযোগ দায়ের করা হয়েছিল তাঁর বিরুদ্ধে।

উত্তরপ্রদেশে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি খারিজ করার আবেদন করে সুপ্রিম কোর্টে যান মহম্মদ জুবেইর। সংশ্লিষ্ট মামলার তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। কিন্তু সেই সিট গঠনের প্রক্রিয়াকে অসাংবিধানিক বলে দাবি করেছেন জুবেইর।

[আরও পড়ুন: শরীরের বিনিময়ে মিলছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, শ্রীলঙ্কায় চরম দুর্দশায় মহিলারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement