সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন মঞ্জুর করছে আদালত। অথচ জেল থেকে বের হতে পারছেন না মহম্মদ জুবেইর ( Mohammed Zubair)। একের পর এক নতুন এফআইআর হচ্ছিল তাঁর বিরুদ্ধে। আর সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে জুবেইরকে জেলবন্দি থাকার নির্দেশ দিচ্ছিল আদালত। এই ‘যড়যন্ত্রে’র বিরুদ্ধে শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা। সোমবার সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন তিনি। আদালতের স্পষ্ট নির্দেশ, মহম্মদ জুবেইরের বিরুদ্ধে উত্তরপ্রদেশে দায়ের হওয়া ৫টি এফআইআরের ভিত্তিতে দ্রুত কোনও পদক্ষেপ করা চলবে না। মামলার পরবর্তী শুনানি ২০ জুলাই।
এদিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে জুবেইরের আবেদনের শুনানি হয়। তাঁর বিরুদ্ধে একের পর এক এফআইআর (FIR) দায়ের নিয়ে উদ্বিগ্ন বিচারপতিরা। তাঁদের পর্যবেক্ষণ, সীতাপুরে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে জামিন পেয়েছিলেন জুবেইর। দিল্লির মামলাতেও স্বস্তি পেয়েছেন। কিন্তু সেইসময় তাঁর বিরুদ্ধে নতুন করে FIR হয়েছে। কিন্তু এই এফআইআরগুলির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে কোনও পদক্ষেপ করা যাবে না বলে স্পষ্ট করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। একের পর এক এফআইআর দায়ের হওয়া বিষয়টিকে ‘দুষ্ট চক্র’ বলেও মন্তব্য করেছেন বিচারপতিরা। বিস্তারিতভাবে জুবেইরের আবেদনে শুনানি হবে আগামী ২০ তারিখ। ওই দিন অভিযোগপত্রগুলি খতিয়ে দেখতে পারে আদালত।
উত্তরপ্রদেশে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি খারিজ করার আবেদন করে সুপ্রিম কোর্টে যান মহম্মদ জুবেইর। সংশ্লিষ্ট মামলার তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। কিন্তু সেই সিট গঠনের প্রক্রিয়াকে অসাংবিধানিক বলে দাবি করেছেন জুবেইর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.