Advertisement
Advertisement

Breaking News

পারিকরের শপথে স্থগিতাদেশ নয়, নির্দেশ আস্থা ভোটের

গোয়ায় সরকার গড়া নিয়ে কংগ্রেস-বিজেপি দড়ি টানাটানিতে ইতি পড়ল৷

SC orders floor test in Goa Assembly
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 14, 2017 6:57 am
  • Updated:March 14, 2017 6:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ায় সরকার গড়া নিয়ে কংগ্রেস-বিজেপি দড়ি টানাটানিতে ইতি পড়ল৷ মঙ্গলবার কংগ্রেসের আর্জির ভিত্তিতে বিধানসভায় আস্থা ভোটের নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত৷

জানেন, আজও কেন অ্যাওয়ার্ড শো এড়িয়ে চলেন আমির?

গোয়ায় একক সংখ্যাগরিষ্ঠ দল তারাই৷ ফলত বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সরকার গড়ার যে আহ্বান রাজ্যপাল জানিয়েছিলেন তা অনৈতিক৷ এমনটাই দাবি ছিল কংগ্রেসের৷ এই মর্মেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা৷ তাদের আর্জি শুনতে রাজিও হয় সর্বোচ্চ আদালত৷ কিন্তু এদিন শুনানি চলাকালীন কংগ্রেসকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়৷ প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন বেঞ্চ প্রশ্ন তোলে, যদি একক সংখ্যগরিষ্ঠ দলই হবে কংগ্রেস, তাহলে রাজ্যপালের কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানাল না কেন তারা? যে কথা আদালতের সমানে জানাচ্ছে দল, তা রাজ্যপালকে জানাতে কী অসুবিধা ছিল? এছাড়া পিটিশনে দলকে সমর্থনকারীদের স্বাক্ষরই বা নেই কেন? আদালতের এ প্রশ্নের সদুত্তর দিতে পারেনি কংগ্রেস৷ এরপরই আদালত জানায়, রাজ্যপালের স্বাধীনতার বিষয়৷ বিধানসভায় আস্থা ভোটেরও নির্দেশ দেওয়া হয়৷

Advertisement

দেবতার বিরুদ্ধে লেখার ‘সাজা’, লেখকের মুখে কালি কট্টরবাদীদের

প্রসঙ্গত, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কংগ্রেস ১৭টি আসনই এসেছিল কংগ্রেসের দখলে৷ অন্যদিকে ১৩টি ছিল বিজেপির দখলে৷ কিন্তু সহযোগী দলের সমর্থনে রাজ্যপালের সামনে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ করেছে বিজেপি৷ সেইমতো পারিকরই ফিরছিলেন গোয়ার মসনদে৷ আজ বিকেল ৫ টায় মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শপথ নেওয়ার কথা৷ সেই শপথে অবশ্য কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি৷ যদিও নির্দেশ দেওয়া হয়েছে আস্থা ভোটের৷ ফলত আপাতত মনোহরের পথে কাঁটা হয়ে উঠতে ব্যর্থ কংগ্রেস৷

মোদি হাওয়ায় বাড়ল টাকার দাম, উর্ধ্বমুখী শেয়ার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement