Advertisement
Advertisement
Coal Scam

কয়লা পাচারের তদন্তের অগ্রগতিতে অখুশি সুপ্রিম কোর্ট, ইডিকে ভর্ৎসনা!

শুনানি শুরুর আগেই অভিষেকের তরফে আদালতে জানানো হয়, তাঁর আইনজীবী কপিল সিব্বল অসুস্থ।

SC not happy with ED investigation in Coal Scam

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:July 18, 2024 4:49 pm
  • Updated:July 18, 2024 4:49 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়লা পাচার মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তের অগ্রগতিতে অখুশি শীর্ষ আদালত। তলবের বিষয়ে সুপ্রিম ভর্ৎসনার মুখে পড়ল ইডি।

এদিন শুনানি শুরুর আগেই অভিষেকের তরফে আদালতে জানানো হয়, তাঁর আইনজীবী কপিল সিব্বল অসুস্থ। তিনি অনুপস্থিত থাকায়, তাঁদের তরফে বাড়তি সময় চাওয়া হয়। এর পরই বিচারপতি বেলা এম ত্রিবেদী জানতে চান, তদন্ত কত দূর এগিয়েছে? অভিষেকের তরফে জানানো হয়, ১৭ মে-র পর তলবই করা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ মে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, কয়লা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির বদলে কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। বিচারপতি বলেন, “২০২২ সালের ১৭ মে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গেই জিজ্ঞাসাবাদ করতে হবে অভিষেককে। কিন্তু তার মানে তো এই নয় যে তদন্ত এবং তলবও করা যাবে না।” পালটা ইডির আইনজীবীর দাবি, “আমরা ওদের ডেকেছি,কী কী কাজ হয়েছে দেখাতে পারি।”

Advertisement

[আরও পড়ুন: ‘যদি বিরাট মাত্রায় কারচুপি না হয়ে থাকে…’, নতুন করে নিট নেওয়ার আবেদনে ‘না’ সুপ্রিম কোর্টের]

৩১ জুলাই মামলার পরবর্তী শুনানি। বিচারপতির নির্দেশ, সেদিন কোনও মুলতুবি হবে না। এর মধ্যে ইডিকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। ২০২২ -এর ১৭ মেথেকে কী কী তদন্ত হয়েছে, তার যাবতীয় তথ্য আদালতকে জানাতে হবে।

[আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস, লাইনচ্যুত ১০-১২টি কামরা

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement