Advertisement
Advertisement

পুরুলিয়া কাণ্ডে জোর ধাক্কা বিজেপির, সিবিআই তদন্তের আরজি খারিজ সুপ্রিম কোর্টে

কলকাতা হাই কোর্টে মামলা করার পরামর্শ।

SC junks BJP’s Purulia case, advices to move Calcutta HC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2018 2:07 pm
  • Updated:June 8, 2018 2:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  পুরুলিয়া কাণ্ডে আদালতে ধাক্কা খেল বিজেপি। দলের দুই কর্মীর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আরজি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মামলাকারীকে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

[রাজীব গান্ধীর ধাঁচে প্রধানমন্ত্রীকে ‘খুনের ছক’ মাওবাদীদের! বিস্ফোরক দাবি পুলিশের]

Advertisement

এবারের পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলের পুরুলিয়ায় তৃণমূলকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল বিজেপি। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে শাসক দলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিরোধীরা। এই জেলারই বলরামপুরে রহস্যজনকভাবে মারা গিয়েছেন দু’জন বিজেপি কর্মী। মাত্র তিন দিনের ব্যবধানে ত্রিলোচন মাহাতো ও দুলাল কুমারের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, দলের ওই দুই কর্মীকে পরিকল্পনামাফিক খুন করেছে তৃণমূল। যদিও এই অভিযোগকে আমল দিতে নারাজ শাসক দল। দুটি ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বলরামপুরের ডাভা গ্রামের বাসিন্দা দুলাল কুমারের মৃতদেহের ময়নাতদন্ত করেছে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড। ময়নাতদন্তে রিপোর্ট হাতে নিয়ে পুরুলিয়া পুলিশ সুপার আকাশ মাঘারিয়া জানিয়ে দিয়েছেন, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন দুলাল। স্বাভাবিকভাবেই আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ রাজ্য বিজেপি।

পুরুলিয়ার দলের দুই কর্মীর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের মামলা করেছিল বিজেপি। কিন্তু, আবেদন ধোপে টিকল না। বৃহস্পতিবার বিজেপির আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। মামলাকারীদের কলকাতা হাই কোর্টে মামলা করার পরার্মশ দিয়েছেন বিচারপতি।

[মেয়ের আশঙ্কাই সত্যি হল, প্রণবের ফেক ছবিতে ছেয়েছে নেটদুনিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement