Advertisement
Advertisement

Breaking News

Nawab Malik

গ্রেপ্তার হন দাউদের সঙ্গে যোগসাজশের অভিযোগে, জামিন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর

ইডির তরফে এনসিপির অজিত শিবিরের ওই নেতার জামিনের বিরোধিতা করা হয়নি।

SC grants bail to NCP leader Nawab Malik
Published by: Subhajit Mandal
  • Posted:July 30, 2024 7:16 pm
  • Updated:July 30, 2024 7:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন পেয়ে গেলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপির অজিত পওয়ার শিবিরের নেতা নবাব মালিক (Nawab Malik)। মেডিক্যাল গ্রাউন্ডে তাঁকে জামিন দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতে নবাবের আইনজীবী দাবি করেন, উদ্ধব ঠাকরের আমলে মহারাষ্ট্র মন্ত্রিসভার সদস্য নবাব এখন নানারকম সমস্যায় ভুগছেন।

সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা নবাবের অসুস্থতার বিষয়টি মাথায় রেখে তাঁকে অন্তর্বর্তী জামিন পান। আদালতে নবাবের আইনজীবীরা জানান, তিনি বিভিন্ন রকম অসুস্থতায় ভুগছেন। জেলের পরিবেশ তাঁর জন্য সুরক্ষিত নয়। ইডির তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু নবাবের জামিনের কোনওরকম বিরোধিতা করেননি। ফলে শীর্ষ আদালত তাঁকে জামিন দিয়ে দেয়। নবাবের নিয়মিত জামিনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী জামিন বহাল থাকবে।

Advertisement

[আরও পড়ুন: ফের দুর্ঘটনার কবলে রেল, লাইনচ্যুত হাওড়া-মুম্বই এক্সপ্রেসের ১৮টি বগি, মৃত অন্তত ২]

২০২২ সালে দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগসাজশের অভিযোগে গ্রেপ্তার হন নবাব। অর্থপাচারের অভিযোগে মুম্বইয়ে দাউদ ঘনিষ্ঠদের একাধিক ডেরায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই সময় জানা গিয়েছিল, মহারাষ্ট্রের এক রাজনীতিবিদও ইডির নজরে রয়েছেন। তারপরই গ্রেপ্তার করা হয় নবাব মালিককে। প্রথমে নবাবকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বেশ কিছু প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে না পারায় গ্রেপ্তার করা হয় তাঁকে।

[আরও পড়ুন: ওয়ানড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৩, উদ্ধারকাজে নামল নৌসেনা ও বায়ুসেনা]

এর মধ্যে আবার মহারাষ্ট্রে পটপরিবর্তন হয়ে যায়। উদ্ধব ঠাকরেকে সরিয়ে মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেন একনাথ শিণ্ডে। অজিত পওয়ারের (Ajit Pawar) সঙ্গে শরদ পওয়ারের সঙ্গ ছেড়ে সরকারপক্ষে নাম লেখান নবাব মালিকও। ঘটনাচক্রে এর পরই নবাবের জামিনের বিরোধিতা করল না ইডি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement